কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই ১৫ হাজার টাকা সস্তা Nothing Phone 2, লঞ্চের পর সবচেয়ে কম দামে
আপনি কি ট্রান্সপারেন্ট ডিজাইনের নার্থিং ফোন ২ কিনতে চান? তাহলে ফ্লিপকার্ট গোট সেল আপনার ইচ্ছা পূরণ করতে চলেছে। আসলে সেলে...আপনি কি ট্রান্সপারেন্ট ডিজাইনের নার্থিং ফোন ২ কিনতে চান? তাহলে ফ্লিপকার্ট গোট সেল আপনার ইচ্ছা পূরণ করতে চলেছে। আসলে সেলে ফোনটি অনেক কম দামে কেনা যাবে। জানিয়ে রাখি যে, ফ্লিপকার্ট গোট সেল ২৫ জুলাই পর্যন্ত চলবে। তাই সময় নষ্ট না করে চলুন এই সেলে নার্থিং ফোন ২ কি কি অফারের সাথে বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।
লঞ্চের সময় নার্থিং ফোন ২ এর বিভিন্ন মডেলের দাম
লঞ্চের সময়, নার্থিং ফোন ২ এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ছিল ৪৪,৯৯৯ টাকা। আর ফোনটির ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ৪৯,৯৯৯ টাকা ও ৫৪,৯৯৯ টাকা।
তবে এখন নার্থিং ফোন ২ এর বেস ভ্যারিয়েন্ট ১৫ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট গোট সেলে ফোনটির বেস ভ্যারিয়েন্ট মাত্র ২৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সাদা রঙের ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে এই দামে। লঞ্চের পর থেকে এটিই সর্বনিম্ন দাম।
এদিকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১৫০০ টাকা অতিরিক্ত ছাড়ও পাওয়া যাবে, যা ফোনের দাম ২৮,৪৯৯ টাকায় নিয়ে আসবে। এছাড়া ফোনটি এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহ কেনা যাবে।
নার্থিং ফোন ২ এর বিশেষত্ব
নার্থিং ফোন ২ ফোনে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০x২৪১২ পিক্সেল এবং ব্রাইটনেস ১৬০০ নিটস। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য, নার্থিং ফোন ২ ডিভাইসে ওআইএস এবং ইন-সেন্সর জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রধান সেন্সর, স্যামসাং জেএন১ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।