সস্তায় কিনে নিন Motorola-র এই ফোন, দুর্দান্ত ছবি উঠবে, জল লাগলেও নো চাপ! Offer পরশু অবধি
আপনি যদি বর্তমানে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দিতে ২০-২৫ হাজার টাকা বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে চলতি...আপনি যদি বর্তমানে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দিতে ২০-২৫ হাজার টাকা বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে চলতি ফ্লিপকার্ট গোট সেলের একটি অফার একদমই মিস করবেননা! আসলে অসময়ের বিক্রয়পর্বে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট, কিছু মাস আগে লঞ্চ হওয়া দুর্দান্ত ক্যামেরা, চিপসেট, সুপারফাস্ট চার্জিংয়ের মতো ফিচারওয়ালা মোটোরোলা এজ ৫০ ফিউশন মোবাইল ফোনটি আকর্ষণীয় অফারে কেনার সুযোগ দিচ্ছে। আপনি আগামী পরশু অর্থাৎ ২৫শে জুলাইয়ের আগে এটি ২০ হাজার টাকায় বা তারও কমে হাতে পেতে পারেন।
ফ্লিপকার্ট থেকে দারুণ ছাড়ে কিনে নিন মোটোরোলা এজ ৫০ ফিউশন
মাত্র কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২২,৯৯৯ টাকায় (এমআরপি ২৫,৯৯৯ টাকা) লঞ্চ হয়েছিল। এক্ষেত্রে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট না পাওয়া গেলেও, ফ্লিপকার্ট গোট সেলের ব্যাঙ্ক অফারে ১,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। সাথে থাকবে সর্বাধিক ২১,৮৫০ টাকা এক্সচেঞ্জ অফার কাজে লাগানোর সুযোগও (শর্তাবলি প্রযোজ্য)।
এখানেই শেষ নয়, এই স্মার্টফোনটি কেনার সময় নির্দিষ্ট ইএমআই অপশন কাজে লাগানো যাবে। উপরন্তু মিলবে ক্লিয়ারট্রিপে ১,৫০০ টাকার ছাড়ের কুপন ও স্পটিফাই প্রিমিয়ামের পুরো এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন।
মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের স্পেসিফিকেশন
মোটোরোলা এজ ৫০ ফিউশন স্মার্টফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৬০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) পি-ওলেড এন্ডলেস এজ ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা ৫-এর প্রোটেকশন প্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের বিকল্প বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি মেলে।
আবার ফটোগ্রাফির জন্য এই মোটোরোলা হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরা (সনি এলওয়াইটিআইএ-৭০০সি সেন্সর)-যুক্ত ডুয়াল রিয়ার রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে। এছাড়াও মোবাইল ফোনটিতে ধুলো-জল প্রতিরোধী আইপি৬৮ রেটিং থেকে শুরু করে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার রয়েছে।