Vivo-র বাজেট ফোন থেকে iPhone 15 সবই পাবেন সস্তায়, আজ থেকে শুরু ‘মেগা জুন’ Sale

Flipkart June Sale: বিশেষ কোনো উৎসব বা উপলক্ষ নেই, তবুও আজ ১৩ই জুন মধ্যরাত থেকে Flipkart Mega June Mobile Bonanza সেল শুরু হয়েছে। এই বিক্রয়পর্বটি…

Flipkart June Sale: বিশেষ কোনো উৎসব বা উপলক্ষ নেই, তবুও আজ ১৩ই জুন মধ্যরাত থেকে Flipkart Mega June Mobile Bonanza সেল শুরু হয়েছে। এই বিক্রয়পর্বটি আগামী ১৯ তারিখ পর্যন্ত চলবে এবং এটি চলাকালীন, বহু নামী-দামী স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। তাই বাজেট রেঞ্জের হ্যান্ডসেট হোক কিংবা প্রিমিয়াম আইফোন, এই মুহূর্তে আপনার যদি নতুন মোবাইল ফোন কেনার থাকে তাও টাকা বাঁচিয়ে, তাহলে কোনোমতেই এই Flipkart Mega June Bonanza মিস করবেননা। আপনার সুবিধার জন্য এখানে আমরা চলতি Flipkart Sale-এর পাঁচ-পাঁচটি সেরা অফার এখানে হাজির করলাম…

এখন Flipkart-এর সেল থেকে এই পাঁচটি ফোন কিনলে লাভ

১. Vivo T3x 5G: এই ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ফ্লিপকার্ট মেগা জুন বোনানজা সেলে ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে আছে সর্বোচ্চ ১,৬২৫ টাকার ব্যাঙ্ক অফার এবং আপ-টু ১২,৯৫০ টাকার এক্সচেঞ্জ অফার।

এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

২. Realme 12x 5G: কোম্পানির এন্ট্রি-লেভেল ৫জি সেগমেন্টের এই বেস্ট সেলার ফোনটি এখন সর্বনিম্ন ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ১,৬০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ১২,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপলব্ধ।

ফিচার বলতে এই ফোনে রয়েছে পান্ডা গ্লাস প্রোটেকশনযুক্ত ১২০ হার্টজ ৬.৭২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৪৫ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

৩. Realme P1 5G: রিয়েলমির অন্যতম এই নতুন ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে আপনি ১,৮০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ১৬,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারবেন।

এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি ফিচার আছে।

৪. Motorola Edge 50 Pro: সেল উপলক্ষে বর্তমানে ফ্লিপকার্টে এর ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৪,৯৯৯ টাকায় মিলছে। এক্ষেত্রে পেমেন্টের জন্য আইসিআইসিআই (ICICI) বা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে, আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ডে মিলবে ৩,৬৫০ টাকার ডিসকাউন্ট। তাছাড়া এতে ৩৪,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও থাকছে।

এই ফোনে বর্তমান ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি সুপার এইচডি 1.5K পি-ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল এআই-বেসড্ প্রো-গ্রেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ডলবি অডিও সিস্টেম।

৫. Apple iPhone 15: ফ্লিপকার্ট মেগা জুন বোনানজা সেলে আইফোনের দাম শুরু হচ্ছে ৬৪,৯৯৯ টাকা থেকে। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কে হাজার টাকা ছাড়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে ৩,২৫০ টাকা ছাড় এবং ফ্লিপকার্ট ইউপিআই (UPI)-এ ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। মিলবে ৫৯,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও।

লেটেস্ট আইফোন ১৫ মডেলে ডায়নামিক আইল্যান্ডসহ ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, কোম্পানির নিজস্ব এ১৬ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।