প্রায় অর্ধেক দামে Samsung, Google Pixel স্মার্টফোন, ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলের অফার দেখুন

ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে Motorola Edge 50 ফোনটি কম দামে বিক্রি হচ্ছে। এর দাম ৩২৯৯৯ টাকা হলেও, সেলে ২৭৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।

Ankita Mondal 20 Nov 2024 11:02 AM IST

ভারতে উৎসবের মরসুম চলে গেলেও ই-কমার্স সাইটগুলি বিক্রি ধরে রাখতে বিভিন্ন প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে চলেছে। এই মুহূর্তে Flipkart -এ চলছে Mobiles Bonanza Sale, যা শেষ হবে আগামী ২১ নভেম্বর। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের ও দামের ফোনের উপর লোভনীয় ডিল দেওয়া হচ্ছে। ফলে ডিভাইসগুলি ফের কম দামে কেনার সুযোগ রয়েছে। তাই এই মুহূর্তে আপনি যদি কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার গন্তব্য হওয়া উচিত ফ্লিপকার্ট। তার আগে এই প্রতিবেদন থেকে দেখে নিন Samsung Galaxy S24 Plus, iPhone 15, Realme 13 Pro Plus সহ জনপ্রিয় ৫টি ফোন কত দামে বিক্রি হচ্ছে।

Flipkart Mobiles Bonanza Sale: স্মার্টফোনের উপর সেরা ৫ ডিল

Motorola Edge 50

ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে মোটোরোলা এজ ৫০ ফোনটি কম দামে বিক্রি হচ্ছে। এর দাম ৩২৯৯৯ টাকা হলেও, সেলে ২৭৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার।

Google Pixel 8

গতবছরে লঞ্চ হলেও গুগল পিক্সেল ৮ ডিভাইসে এআই ফিচার উপস্থিত। তাই এই স্মার্টফোনটি উত্তরসূরি আসা সত্ত্বেও যথেষ্ট জনপ্রিয়। এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের এমআরপি ৮২৯৯৯ টাকা, তবে সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৪৪৯৯৯ টাকায়। এই ফোনে গুগল টেনসর টি৩ চিপ ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy S24 Plus

ফ্লিপকার্ট মোবাইলস বোনানজা সেলে স্যামসাংয়ের এই প্রিমিয়াম ফোন অনেক কম দামে কেনা যাবে। এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯৯ টাকা। তবে সেলে এটি ৬৪৯৯৯ টাকায় এটি বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারে এর দাম আরও কমানো যাবে।

Realme 13 Pro Plus

আপনি যদি মিড রেঞ্জে ভালো পারফরম্যান্স ও দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন খোঁজ করেন তাহলে রিয়েলমি ১৩ প্রো প্লাস কিনতে পারেন। রিয়েলমি ১৩ প্রো প্লাস এর আসল দাম ৩৮৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৪৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

iPhone 15

ফ্লিপকার্ট সেলে আইফোন ১৫ সস্তায় কেনার সুযোগ রয়েছে। এই স্মার্টফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রিটেল দাম ৬৯৯০০ টাকা। তবে মোবাইল বোনানজা সেলে এটি ৫৭,৭৪৯ টাকায় তালিকাভুক্ত আছে। ফ্লিপকার্ট এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।

Show Full Article
Next Story