বর্ষার মরসুমে সেরা অফার: মাত্র 6499 টাকায় Smartphone, সাথে Nokia-র ভরসা
সবেমাত্র Flipkart-এ Big Saving Days নামক বিশেষ সেল শেষ হয়েছে। তবে আপনি যদি কোনোভাবে এই বিক্রয়পর্ব মিস করে থাকেন এবং...সবেমাত্র Flipkart-এ Big Saving Days নামক বিশেষ সেল শেষ হয়েছে। তবে আপনি যদি কোনোভাবে এই বিক্রয়পর্ব মিস করে থাকেন এবং আপনার হালফিলে ১০,০০০ টাকার কম বাজেটে একটি স্মার্টফোন থাকে, তাহলেও চিন্তার প্রয়োজন নেই। আসলে উপলক্ষ্য থাক বা নাই থাক, এখন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে সেল বা অফার উপলব্ধ থাকেই। ঠিক যেমন বর্তমানে Flipkart-এ চলছে Big Monsoon Sale, যেখানে বাজেট রেঞ্জের স্মার্টফোনও খুব কম দামে কেনা যাবে। বিশেষ করে আপনার যদি আগ্রহ থাকে বহু পুরোনো Nokia ব্র্যান্ডের প্রতি, তাহলে চলতি সেল আপনার জন্য দারুণ লাভজনক হতে পারে। এখানে আপনি Nokia ফোন কেনার ক্ষেত্রে ৪৬% পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন, সাথে থাকবে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও। আসুন, এখন দেখে নিই Flipkart-এর বর্ষাকালীন সেলে Nokia হ্যান্ডসেটে উপলব্ধ কিছু সেরা অফার।
বৃষ্টির দিনে ঘরে সময় কাটান নতুন ফোনের সাথে, দারুণ ছাড় দিচ্ছে Flipkart
১. Nokia C12: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৭,৪৯৯ টাকা। তবে চলতি ফ্লিপকার্ট সেলে এটি ২৪% ছাড়ে ৫,৬৯৯ টাকায় কিনতে পারবেন। ব্যাঙ্ক অফারে এর দাম আরও ১,৭৫০ টাকা কমানো যেতে পারে, পাশাপাশি পাবেন ৫,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।
ফিচারের কথা বললে, এতে ৬.৩ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং অক্টা-কোর প্রসেসর রয়েছে।
২. Nokia C31: এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ১১,৯৯৯ টাকার পরিবর্তে ৪৬% পর্যন্ত ছাড়ে ৬,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ৪৮৭.৪২ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট, ৬,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩১১ টাকার ইএমআই অপশনের সুবিধা উপলব্ধ।
ফোনটিতে আপনি পাবেন ৬.৭৪ এইচডি+ ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
৩. Nokia C22: তালিকার এই ফোনটির ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণ এখন এর দামের ওপর ১৬% ছাড়ে ৭,৯৯৯ টাকায় মিলছে, এর মূল্য এমনিতে ৯,৪৯৯ টাকা। এক্ষেত্রে ৬০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ৭,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।
এই ফোনটিতে ফিচার হিসেবে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।