Flipkart-এর কামাল, 26 তারিখ অবধি স্মার্টফোন কেনা যাবে অর্ধেক দামে, 4টি সেরা অফার দেখে নিন

তেমন কোনো বিশেষ উপলক্ষ না থাকলেও এই মুহূর্তে স্মার্টফোনের সেল দিচ্ছে Flipkart। প্ল্যাটফর্মটিতে এখন 'Month End Mobile...
Anwesha Nandi 22 April 2024 12:18 PM IST

তেমন কোনো বিশেষ উপলক্ষ না থাকলেও এই মুহূর্তে স্মার্টফোনের সেল দিচ্ছে Flipkart। প্ল্যাটফর্মটিতে এখন 'Month End Mobile Fest' নামক বিক্রয়পর্ব লাইভ রয়েছে, যাতে আগামী 26 এপ্রিল পর্যন্ত বিভিন্ন নামী ব্র্যান্ডের স্মার্টফোন সস্তায় এমনকি অর্ধেক দামেও কেনা যেতে পারে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস পাবেন ক্রেতারা। এমতাবস্থায় আপনি যদি একটি 'দামে কম মানে ভালো' হ্যান্ডসেট কিনতে চান, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে রইল চলতি Flipkart Sale-এর সেরা চারটি অফারের সন্ধান।

এখন Flipkart-এ সস্তায় কেনা যেতে পারে এই দুর্দান্ত ফোনগুলি

১. Realme P1 5G: 20,999 টাকা মূল্যের এই নতুন ফোনটি এখন সরাসরি 5,000 টাকা ছাড়ে 15,999 টাকায় উপলব্ধ হয়েছে। সাথে মিলছে 2,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট।

এই ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

২. Samsung Galaxy F15 5G: এই ফোনের সদ্য লঞ্চ হওয়া 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা, তবে ফ্লিপকার্টে এটি এখন 15,999 টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে 1,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 14,600 টাকার এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।

হ্যান্ডসেটটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 6,000 এমএএইচ ব্যাটারি ও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

৩. Infinix Note 40 Pro 5G: এই লেটেস্ট ফোনের দাম 27,999 টাকা হলেও, এটি এখন 21,999 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, ব্যাঙ্ক কার্ডে সরাসরি 2,000 টাকা ছাড় এবং 19,500 টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে কোম্পানি।

এতে আছে 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, ডাইমেনসিটি 7020 চিপসেট, 5,000 এমএএইচ ব্যাটারি, 108 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

৪. Nothing Phone (2a): ফোনটির দাম 25,999 টাকা, তবে ডিসকাউন্টে এটি 23,999 টাকায় কেনা যাবে। এছাড়াও এতে মিলবে হাজার টাকার ব্যাঙ্ক অফার ও 21,100 টাকার এক্সচেঞ্জ অফার।

এই স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Show Full Article
Next Story