মাত্র 8 হাজার টাকায় পাওয়া যাচ্ছে Motorola, Redmi-র কিছু দুর্দান্ত ফোন, অফার আগামীকাল পর্যন্ত

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলার পর আগামীকাল অর্থাৎ ২৮শে মে শেষ হতে চলেছে Flipkart Month End Mobile Fest সেল। এমতাবস্থায়...
Anwesha Nandi 27 May 2024 8:29 PM IST

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলার পর আগামীকাল অর্থাৎ ২৮শে মে শেষ হতে চলেছে Flipkart Month End Mobile Fest সেল। এমতাবস্থায় আপনি যদি বিশাল সস্তায় বিশেষত ৮ হাজার টাকা বাজেটে একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে এই সেলটি মোটেও মিস করবেননা। কেননা Flipkart তার এই বিক্রয়পর্বে Motorola, Realme ও Redmi-র কিছু সস্তা স্মার্টফোন বাম্পার ডিসকাউন্টে বেচছে – এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি দুর্দান্ত ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। চলুন তবে, ঝটপট দেখে নিই Flipkart Month End Mobile Fest-এর সেরা কয়েকটি ডিল।

মাস শেষের সেলে এই সস্তা ফোনগুলি আরও সস্তায় বেচছে Flipkart

১. Redmi A2: বর্তমানে ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টে এই ফোনটির ২ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন সর্বনিম্ন ৬,৫৯৮ টাকায় কেনা যাচ্ছে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক মিলবে, এর ইএমআই শুরু হচ্ছে ৮০৯ টাকা থেকে।

ফিচার বলতে স্মার্টফোনটিতে ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার সেটআপ আছে।

২. Motorola G24 Power: এই ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ফ্লিপকার্টে ৭,৯৯৯ টাকায় মিলছে। এতেও ৫% ক্যাশব্যাক তথা ব্যাঙ্ক অফার আছে, তাছাড়া পাওয়া যাবে ৭,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ স্কিমের সুবিধাও।

এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

৩. Realme C51: এখন রিয়েলমি সি৫১ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭,৯৯৯ টাকা। এটি কেনার সময় ব্যাঙ্ক অফার হিসেবে ৫% ক্যাশব্যাক, ৭,৪০০ টাকার এক্সচেঞ্জ অফার ও সর্বনিম্ন ৯৮১ টাকার ইএমআই অপশন কাজে লাগাতে পারবেন।

এই ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৬০ নিটস পিক ব্রাইটনেসসহ ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। অন্যদিকে আছে ইউনিসক টি৬১২ প্রসেসর, ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ভার্চুয়াল র‍্যাম ফিচার, ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Show Full Article
Next Story