200 মেগাপিক্সেল ক্যামেরার Samsung ফোন হল সস্তা, কম দামে কিনুন Samsung Galaxy S21 FE 5G মোবাইলও
ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইলস ফেস্টে সেলে লোভনীয় ডিল পাওয়া যাচ্ছে। এই ডিলে, আপনি স্যামসাংয়ের 200-মেগাপিক্সেল...ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইলস ফেস্টে সেলে লোভনীয় ডিল পাওয়া যাচ্ছে। এই ডিলে, আপনি স্যামসাংয়ের 200-মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন Samsung Galaxy S24 Ultra 5G বিশাল ছাড়ে কিনতে পারবেন। এছাড়াও এই সেলে 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Samsung Galaxy S21 FE 5G লোভনীয় অফারে কেনা যাবে। 26 আগস্ট পর্যন্ত এই সেল চলবে।
সেলে এক্সচেঞ্জ অফারে Galaxy S24 Ultra 5G আপনি 48,100 টাকা পর্যন্ত সস্তায় কিনতে পারবেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। এক্সচেঞ্জ অফার ছাড়াও এই দুটি স্মার্টফোনের সাথে আকর্ষণীয় ইএমআই স্কিম দেওয়া হচ্ছে।
Samsung Galaxy S24 Ultra 5G
ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইলস ফেস্টে সেলে এই ডিভাইসের 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,29,999 টাকা। তবে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 6,000 টাকা ছাড় পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাকও দেওয়া হবে। এটি মাসিক কিস্তিতেও কেনা যাবে। আবার এর উপর 48,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা 5জি ফোনে 6.8 ইঞ্চি কোয়াড এইচডি + ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশসহ চারটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল এবং 10 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফির জন্য এই ডিভাইসে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Samsung Galaxy S21 FE 5G
স্যামসাং গ্যালাক্সি এস21 এফই 5জি মডেলের 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 27,894 টাকা। তবে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে আরও 3 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে 5% ক্যাশব্যাক পেতে পারেন।
আবার এর ইএমআই শুরু হবে 981 টাকা থেকে। Samsung Galaxy S21 FE 5G ফোনে আছে 6.4 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন 12 মেগাপিক্সেল এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।