15 হাজার টাকার কমে মিলছে 5G সাপোর্টযুক্ত iPhone, এমন অফার মিস করলে জীবনভর পস্তাবেন!

এখনও এক সপ্তাহ হয়নি, প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple তার নতুন iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। এই নতুন প্রজন্মের আইফোন...
Anwesha Nandi 17 Sept 2023 4:22 PM IST

এখনও এক সপ্তাহ হয়নি, প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple তার নতুন iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। এই নতুন প্রজন্মের আইফোন সিরিজটিতে মোট চারটি মডেল রয়েছে, যাদের ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়েছে। Apple iPhone 15 সিরিজের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে, যার সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১,৯৯,৯০০ টাকা। সেক্ষেত্রে আপনার যদি আধ খাওয়া আপেলের লোগোযুক্ত স্মার্টফোন মুঠোয় রাখা দীর্ঘদিনের শখ হয়, কিন্তু এই নতুন আইফোনগুলি আপনার বাজেটের বাইরে থাকে, তাহলে এখন আপনি অপেক্ষাকৃত পুরোনো মডেল কিনে ইচ্ছে পূরণ করতে পারেন। আসলে বর্তমানে Flipkart-এ iPhone SE 3 এবং iPhone 12 মডেলদুটি বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এগুলিতে কম দামে 5G সাপোর্টসহ একাধিক আধুনিক ফিচার মিলবে, যার ফলে তেমন খেদ হওয়ার কোনো অবকাশ নেই! আসুন এখন এই দুটি আইফোনে উপলব্ধ অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

১৫ হাজার টাকার কমে পাবেন iPhone SE 3, দেখুন দাম ও ফিচার

অ্যাপল আইফোন এসই ৩-র ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৬৫ হাজার টাকা, তবে বর্তমানে ফ্লিপকার্টের অফারে এটি ৪৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে আপনি আরও অনেক টাকা বাঁচাতে পারবেন, কারণ পুরোনো ফোনের বদলে আপনাকে ৩০,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেবে ফ্লিপকার্ট (শর্তাবলি প্রযোজ্য), যার ফলে এই আইফোনের দাম ১৪,৩৯৯ টাকায় নেমে আসতে পারে।

এবার প্রশ্ন হচ্ছে যে আইফোন এসই ৩ কেন কিনবেন? সেক্ষেত্রে বলি, এই স্মার্টফোনটি ৫জি সাপোর্টসহ আসে এবং এটিতে ৪.৭ ইঞ্চি এইচডি রেটিনা ডিসপ্লে রয়েছে, এ১৫ বায়োনিক চিপসেট, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ইত্যাদি ফিচার রয়েছে।

iPhone 12-এও পাবেন বিশাল ছাড়

আইফোন ১২-র ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে ফ্লিপকার্টে ৬৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনেও ৩০,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে কোম্পানি। ফলত সম্পূর্ণ অফার কাজে লাগানো সম্ভব হলে এই আইফোনটি ৩৪,৩০০ টাকায় কেনা যাবে।

ফিচারের কথা বললে আইফোন ১২-তে ৫জি সাপোর্টের সাথে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, এ১৫ বায়োনিক প্রসেসর এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

Show Full Article
Next Story