মোটোরোলার বাজেট ফোনগুলি এখন ভারতের বাজারের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এখন কম বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, আর আপনার গুরুত্ব থাকে ক্যামেরা এবং ব্যাটারির ওপর, তাহলে বেছে নিন মোটোরোলা জি৬৪ ৫জি মডেলটি। কেননা এটি বর্তমানে ১৪ হাজার টাকা বা তারও কমে কেনা যাবে – এদিকে মোটোরোলা জি৬৪ ৫জি ফোনে পাবেন বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি থেকে শুরু করে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার মতো আকর্ষণীয় ফিচার।
মোটোরোলা জি৬৪ ৫জি ফোনে দারুণ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট
মোটো জি৬৪ ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ১৪,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্ট এটিতে দুর্দান্ত ব্যাঙ্ক অফার দিচ্ছে, যে কারণে আপনি নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ১,৭০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে স্মার্টফোনটি অর্ডার করার সময় পুরোনো মোবাইল বদলে নিলে ১৩,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও মিলবে (শর্তাবলি প্রযোজ্য)।
মোটোরোলা জি৬৪ ৫জি ফোনের স্পেসিফিকেশন
মোটোরোলা জি৬৪ ৫জি স্মার্টফোনে গরিলা গ্লাস প্রোটেকশনযুক্ত ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।
এছাড়াও এই মোটোরোলা হ্যান্ডসেটটিতে ডলবি অ্যাটমস্ টিউনড্ স্টিরিও স্পিকার থেকে শুরু করে সাইড-মাউন্টেড্ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফাংশন রয়েছে। এতে উপলব্ধ ৩.৫ মিমি হেডফোন জ্যাকও। প্রসঙ্গত উল্লেখ্য, মোবাইল ফোনটি আইস লিলাক, পার্ল ব্লু এবং মিন্ট গ্রিন – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।