iPhone 15 মিলছে 50,000 টাকার অবিশ্বাস্য ছাড়ে, শর্তের কথাও জানিয়ে দিল ফ্লিপকার্ট
ফ্লিপকার্ট-এর প্ল্যাটফর্মে বর্তমানে মেগা সেভিং ডেস সেল (Flipkart Mega Saving Days sale) চলছে এবং সেলটি 15 এপ্রিল পর্যন্ত...ফ্লিপকার্ট-এর প্ল্যাটফর্মে বর্তমানে মেগা সেভিং ডেস সেল (Flipkart Mega Saving Days sale) চলছে এবং সেলটি 15 এপ্রিল পর্যন্ত লাইভ থাকবে৷ এই সেলের অংশ হিসাবে, ফ্লিপকার্ট নির্বাচিত স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন প্রোডাক্টের ওপর উল্লেখযোগ্য ছাড় ঘোষণা করেছে৷ তবে ডিসকাউন্ট ছাড়াও, প্ল্যাটফর্মটি বেশ কয়েকটি জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও প্রদান করছে। এর মধ্যে অন্যতম হল iPhone 15। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় ফোনটির দাম ছিল 79,900 টাকা, তবে এখন সেটি 65,999 টাকায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ওপর 13,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট থাকলেও, ফ্লিপকার্ট নতুন ফোনটির সাথে আরও ভাল ডিলের জন্য ক্রেতাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করতে উৎসাহিত করছে। কেননা, ই-কমার্স প্ল্যাটফর্মটি iPhone 15-এর সাথে অবিশ্বাস্যভাবে 50,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার প্রদান করছে।
Flipkart Mega Saving Days Sale: iPhone 15-এর সাথে মিলছে চিত্তাকর্ষক এক্সচেঞ্জ
79,900 টাকা মূল্যের আইফোন 15 ফোনটি (128 জিবি স্টোরেজ সংস্করণ) 65,999 টাকা মূল্যে এখন ফ্লিপকার্ট-এ বিক্রি হচ্ছে। তবে ফ্লিপকার্টে উপলব্ধ এক্সচেঞ্জ বোনাসটি সবার নজর কাড়বে। একটি আইফোন 13 ফোনের বিনিময় এটি কিনলে 26,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। অন্যদিকে, আইফোন 14-এর এক্সচেঞ্জ মূল্য 29,000 টাকা। তবে টপ-অফ-দ্য-লাইন মডেল, আইফোন 14 প্রো ম্যাক্স-কে এক্সচেঞ্জ করে আইফোন 15 কিনলে 50,000 টাকার বিনিময় মূল্য পাওয়া যাবে। অর্থাৎ, এটা কোনও মার্কেটিং গিমিক নয়।
তবে, নতুন আইফোন সিরিজের বেস মডেলের জন্য আগের প্রজন্মের শক্তিশালী এবং ব্যয়বহুল মডেলটিকে ট্রেড করা বহু ইউজারের বুদ্ধিমানের কাজ বলে মনে নাও হতে পারে। তবে, যদি কারুর কাছে একটি পুরানো iPhone 13 থাকে, তবে তিনি iPhone 15 মডেলটি স্বচ্ছন্দে বেছে নিতে পারেন। এক্ষেত্রে পুরোনো ফোনের জন্য 26,000 টাকা এক্সচেঞ্জ মূল্য পাওয়া যাবে, যা খুব একটা খারাপ ডিল নয়।
iPhone 15-এর স্পেসিফিকেশন
Apple iPhone 15-এ ডায়নামিক আইল্যান্ড সহ 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড (Super Retina XDR OLED) ডিসপ্লে রয়েছে, যা 2,000 নিট পিক ব্রাইটনেস এবং 1,179 x 2,556 পিক্সেলের রেজোলিউশন অফার করে। পারফরম্যান্সের জন্য, এতে ব্যবহার করা হয়েছে Apple A16 Bionic প্রসেসর, যা সর্বাধিক 512 জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iPhone 15 ফোনটি 3,349 এমএএইচ ব্যাটারি অফার করে।