Sale: 44 হাজারের Google Pixel ফোন পেতে পারেন 7599 টাকায়, হাতে সময় আছে মাত্র 2 দিন

বাজারে Google-এর ফ্ল্যাগশিপ Pixel স্মার্টফোন লাইনআপ, এগুলির শক্তিশালী পারফরম্যান্সের জন্য অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে...
Anwesha Nandi 4 Dec 2023 12:57 PM IST

বাজারে Google-এর ফ্ল্যাগশিপ Pixel স্মার্টফোন লাইনআপ, এগুলির শক্তিশালী পারফরম্যান্সের জন্য অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘ সময় ধরে সংস্থার নিজস্ব এই অ্যান্ড্রয়েড ফোনগুলি কেনার কথা ভেবে থাকেন, তাহলে বছর শেষে আপনার সেই ইচ্ছেপূরণ খুব সস্তাতেই হয়ে যেতে পারে। আসলে বিগত চারদিন ধরে Flipkart-এ Mobile Bonanza সেল চলছে, যেখানে ব্র্যান্ড, MRP নির্বিশেষে একাধিক স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আর এই বিক্রয়পর্বের অফারেই আপনি ১০ হাজার টাকারও কম দামে Google Pixel 7a কিনতে পারবেন – এতে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ৩০ হাজারের বেশি এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। আসুন এখন দেখে নিই Flipkart Mobile Bonanza সেলে Google Pixel 7a ঠিক কত দামে পাওয়া যাবে।

৩০ হাজার টাকারও বেশি ছাড়ে উপলব্ধ Google Pixel 7a, দেখুন দাম

গুগল পিক্সেল ৭এ ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৪৩,৯৯৯ টাকা হলেও ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে এর দামের ওপর ৯% ছাড় মিলছে, যার ফলে এটি এমআরপি (MRP)-র থেকে ৪,০০০ টাকা কমে ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফার ব্যবহার অতিরিক্ত ২,০০০ টাকার ডিসকাউন্ট কাজে লাগাতে পারবেন।

তবে সবচেয়ে আকর্ষণীয় হল এই গুগল ফোনে উপলব্ধ এক্সচেঞ্জ অফার – হ্যান্ডসেটটি কেনার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ৩০,৪০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। হ্যাঁ, ঠিক এতটাই ডিসকাউন্ট দেবে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি, যার ফলে সমস্ত অফার কাজে লাগিয়ে আপনি মাত্র ৭,৫৯৯ টাকায় এটি হাতে পেতে পারেন। তবে মনে রাখতে হবে যে, এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের ব্র্যান্ড, মডেল এবং বর্তমান অবস্থার ওপর। এছাড়া আগামী পরশু অর্থাৎ ৬ই ডিসেম্বর সেল শেষ হচ্ছে, তাই তার আগেই কাজ সেরে ফেলতে হবে!

Google Pixel 7a-এর স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৭এ স্মার্টফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে গুগল টেন্সর জি২ sপ্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে আছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এক্ষেত্রে ফোনটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। আবার ফটোগ্রাফির ক্ষেত্রে এটিতে পেয়ে যাবেন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Show Full Article
Next Story