Flipkart সেলে অফারের ছড়াছড়ি, ৭ হাজার টাকার কমে মিলছে Realme-র ফিচারে ঠাসা ফোন
কয়েক সপ্তাহ আগেই বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে বিশেষ সেলের বিক্রয়পর্ব শেষ হয়েছে। তবে আপনি যদি কোনো কারণে ওই সময়...কয়েক সপ্তাহ আগেই বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে বিশেষ সেলের বিক্রয়পর্ব শেষ হয়েছে। তবে আপনি যদি কোনো কারণে ওই সময় সেলের অফারগুলি মিস করে থাকেন এবং এই মুহূর্তে আপনার একটি নতুন ফোন কেনার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আজ আপনার রয়েছে একটি দারুণ সুখবর! আসলে এই মুহূর্তে Flipkart-এ 'Mobile Bonanza Sale' লাইভ হয়েছে। আর এই সেলের ডিল অফ দ্য ডে অফারে Realme C30s ফোনটির ওপর বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে এটি কেনার সময় আপনাদের ৩,০০০ টাকার বেশি সাশ্রয় হবে। শুধু তাই নয়, নানাবিধ অফার কাজে লাগিয়ে আপনারা Realme-র এই ফোনটি ১,০০০ টাকার কমেও খরিদ করতে পারেন।
Realme C30s-এর দাম এবং Flipkart অফার
এমনিতে রিয়েলমি সি৩০এস ফোনের ২ জিবি/৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা, তবে এখন এটি ফ্লিপকার্টে ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার যদি কেউ অ্যাক্সিস ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কেনেন, তাহলে তারা অতিরিক্ত ৭০০ টাকা ছাড় পাবেন। এখানেই শেষ নয়, এই রিয়েলমি ফোন কেনার ক্ষেত্রে ৬,৪৫০ টাকার এক্সচেঞ্জ ভ্যালুও পাওয়া যাচ্ছে। ফলত আপনারা যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ অফারটি কাজে লাগাতে পারেন, তাহলে এই ফোনের দাম মাত্র ৫৪৯ টাকায় নেমে আসবে।
Realme C30s-এর স্পেসিফিকেশন
বাজেট রেঞ্জের রিয়েলমি সি৩০এস ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট হল ১২০ হার্টজ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭%। এই ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ দেখা যাবে। এক্ষেত্রে ফোনটিতে প্রসেসর হিসেবে অক্টা-কোর ইউনিসক এসসি৯৮৬৩এ চিপসেট উপলব্ধ রয়েছে। এটি ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে, যেখানে ইউজাররা এতে সর্বোচ্চ ১ টিবি ক্যাপাসিটিযুক্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, পাওয়ার ব্যাকআপের জন্য এই রিয়েলমি হ্যান্ডসেটটিতে ৫,০০০০ এমএএইচ ব্যাটারি মিলবে। অন্যদিকে সফ্টওয়্যার হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই গো ওএস। তদুপরি ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, রিয়েলমি সি৩০এসে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।