সামার সেলে সস্তা হল Motorola G34 5G ফোন, হোলির আগে অর্ডার করুন, 10 হাজারের কমে কাজ মিটবে
ভারতের স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্ট ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। এদেশের মানুষ কম দামে ভালো স্মার্টফোন কেনার দিকে ঝুঁকছেন, যে...ভারতের স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্ট ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। এদেশের মানুষ কম দামে ভালো স্মার্টফোন কেনার দিকে ঝুঁকছেন, যে কারণে প্রায়ই কোনো না কোনো বাজেট মডেল লঞ্চ করছে, অন্যদিকে এই ধরণের ফোনগুলিতে ছাড় বা অফারও মিলছে। যেমন এখন Motorola-র এই বছরের প্রথম ফোন Moto G34 5G (যা গত জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল) অফারে 10 হাজার টাকার কমে কেনা যাচ্ছে। আসলে গতকাল অর্থাৎ 17 মার্চ থেকে Flipkart Summer Festive Days সেল শুরু হয়েছে, আর সেই বিক্রয়পর্বেই উল্লিখিত Qualcomm Snapdragon প্রসেসর, 50MP প্রাইমারি ক্যামেরা, 5000mAh ব্যাটারি ইত্যাদি ফিচার বিশিষ্ট স্মার্টফোনটি এর দামের চেয়ে সস্তায় পেয়ে যাবেন। এক্ষেত্রে Motorola G34 5G কেনার সময় ব্যাঙ্ক অফারের পাশাপাশি মোটা টাকার এক্সচেঞ্জ অফারও কাজে লাগানো যাবে। তবে আগামী 23 মার্চ অবধি সেলটি চলবে, তাই তার আগে অর্ডার সেরে ফেলতে হবে।
Motorola G34 5G-এর দাম ও লভ্যতা
মোটোরোলার মোটো জি৩৪ ৫জি ফোনটি ভারতে দুটি মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছিল, যার মধ্যে 8 জিবি ও 128 স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 11,999 টাকা। সেক্ষেত্রে ফ্লিপকার্ট এটি 1,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে, এই ছাড় পেতে আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অন্যদিকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করলে পাবেন 5% ক্যাশব্যাক। মিলবে সর্বনিম্ন 422 টাকার ইএমআই অপশনও।
এছাড়াও, যদি পুরনো ফোনের বদলে এই হ্যান্ডসেটটি কেনার চেষ্টা করা হয়, তাহলে 10,850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেবে প্ল্যাটফর্মটি। তবে মনে রাখতে হবে যে, এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে বিদ্যমান ফোনের বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল, কোম্পানি পলিসি ইত্যাদি বিষয়ের ওপর।
উল্লেখ্য, এই স্মার্টফোনটি আইস ব্লু, চারকোল ব্ল্যাক এবং ওশান গ্রিন (ভিগান লেদার) – তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
Motorola G34 5G-এর স্পেসিফিকেশন
মোটো জি34 5জি বাজেট স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন 1600×720 পিক্সেল) রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যার সাথে সর্বাধিক 8 জিবি এলপিডিডিআর4এক্স র্যাম এবং ইউএফএস 2.2 স্টোরেজ দেখা যাবে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 18 ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত 5000mAh ব্যাটারি।
এছাড়া ফটোগ্রাফির জন্য এই মোটো ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। সফ্টওয়্যার ফ্রন্টে, এটি রান করবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএসে। আবার অন্যান্য ফিচারের কথা বললে, এর ইউজাররা ডলবি অ্যাটমস-টিউনড্ ডুয়েল স্টেরিও স্পিকার থেকে শুরু করে মাইক্রোএসডি কার্ড স্লট, 3.5 মিমি হেডফোন জ্যাক ইত্যাদি বিকল্পও পাবেন।