7 হাজারের কমে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরাও! দারুণ ছাড়ে মিলছে Motorola-র এই ফোন

আপনি কি এই মুহূর্তে এক্কেবারে কম খরচে একটি ভালো ফোন কিনতে চান? তাহলে চলতি Flipkart Summer Festive Days সেল কোনোমতেই মিস করবেননা। আসলে কয়েকদিন আগে…

আপনি কি এই মুহূর্তে এক্কেবারে কম খরচে একটি ভালো ফোন কিনতে চান? তাহলে চলতি Flipkart Summer Festive Days সেল কোনোমতেই মিস করবেননা। আসলে কয়েকদিন আগে লঞ্চ হওয়া Motorola G24 Power ফোনটির দাম ফেব্রুয়ারিতে হাজার টাকা কমায় কোম্পানি। আবার এখন 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি একাধিক প্রয়োজনীয় ফিচারে ঠাসা এই ফোনটি Flipkart Sale-এ ব্যাপক ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে – আপনি এটি নানাবিধ অফার মিলিয়ে 7 হাজার টাকার চাইতে অনেক কমে হাতে পেয়ে যাবেন। তবে Flipkart Summer Festive Days সেল শেষ হচ্ছে আগামী 23 মার্চ, তাই অর্ডার করতে হলে ঝটপট Motorola G24 Power-এর দাম, অফার এবং এর মূল ফিচারসমূহ দেখে নিন।

এখন 7 হাজারেরও কমে মিলছে Motorola G24 Power, দেখুন অফার

কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া মোটোরোলা জি24 পাওয়ার ফোনের 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) 11,999 টাকা। তবে লঞ্চের পরপরই দাম কমার জেরে এটি এতদিন 7,999 টাকায় বিক্রি হচ্ছিল। এখন ফ্লিপকার্ট এই ফোন কেনার ক্ষেত্রে আরও হাজার টাকা বাঁচানোর সুযোগ দিচ্ছে, নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ছাড় কাজে লাগানো যাবে। একইভাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ডে অর্ডার করার সময় নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাক পাবেন।

এছাড়াও আপনি যদি পুরোনো ফোন বদলে এই স্মার্টফোনটি অর্ডার করেন, তাহলে 6,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন (শর্তাবলি প্রযোজ্য)। যদিও এই অফারের অ্যামাউন্ট নির্ভর করবে পুরোনো স্মার্টফোনের বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড/মডেল, কোম্পানি পলিসি ইত্যাদির ওপর।

উল্লেখ্য, এই স্মার্টফোনটি ইঙ্ক ব্লু এবং গ্লেসিয়ার ব্লু – দুটি রঙে কেনার জন্য উপলব্ধ।

Motorola G24 Power-এর স্পেসিফিকেশন

মোটোরোলা জি24 পাওয়ার স্মার্টফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 537 নিটস পিক ব্রাইটনেসযুক্ত 6.6 ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন 1612×720 পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর, যার সাথে 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাবেন 30 ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 6,000 এমএএইচ ব্যাটারি। আবার, ফটোগ্রাফির জন্য এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।