ঘরে বসেই হবে চৈত্র সেলের কেনাকাটা, Redmi Note 12 Pro+ থেকে iPhone 13 বাম্পার ছাড়ে Flipkart Summer সেলে

ক্যালেন্ডারের পাতা এবং বাস্তব জীবন, উভয় জায়গাতেই এখন গ্রীষ্মের উপস্থিতি বেশ জোরদার! এপ্রিলের শুরুতেই প্রচণ্ড গরমের দাবদাহে নাকাল হচ্ছেন পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগ অঞ্চলের মানুষ।…

ক্যালেন্ডারের পাতা এবং বাস্তব জীবন, উভয় জায়গাতেই এখন গ্রীষ্মের উপস্থিতি বেশ জোরদার! এপ্রিলের শুরুতেই প্রচণ্ড গরমের দাবদাহে নাকাল হচ্ছেন পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগ অঞ্চলের মানুষ। যদিও অন্যান্য বছরের মত এবারেও বাংলার গ্রাম-শহরে এই মুহূর্তে চৈত্র সেল চলছে, যাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র সস্তায় কেনা যাচ্ছে। কিন্তু এই রোদে-গরমে যদি আপনি বাইরে বেরিয়ে কেনাকাটা করতে না চান, তাহলেও কুছ পরোয়া নেই! কারণ ‘গ্রীষ্ম উপলক্ষে’ Flipkart সম্প্রতি লাইভ করেছে ‘Summer Saver Days’ সেল, যাতে ফ্যাশন আইটেম, বিউটি প্রোডাক্টস ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত জিনিসের পাশাপাশি বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলি কিনলে বেশ সাশ্রয় হবে। বিশেষ করে এখন ই-কমার্স জায়ান্টটি Pixel 6a, iPhone 13, Nothing Phone 1, Realme 10 Pro+ এবং অন্যান্য জনপ্রিয় স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে। তাই নতুন ফোন কেনার ইচ্ছে থাকলে এই সেল আপনার জন্য দারুণ লাভজনক হবে। বলে রাখি, গতকাল অর্থাৎ ১৩ই এপ্রিল থেকে Flipkart Summer Saver Days সেল শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ তারিখ পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে কেনাকাটা সেরে ফেলতে হবে। আসুন এখন দেখে নিই, সেলটিতে কোন কোন স্মার্টফোন কিনলে ফায়দা হবে।

Flipkart Summer Saver Days Sale -এ এই 5G স্মার্টফোনগুলি মিলছে সস্তায়

১. iPhone 13: ফ্লিপকার্ট সামার সেভার ডেজ সেলে iPhone 13 মডেলের দাম শুরু হচ্ছে ৫৪,৯৯৯ টাকা থেকে, এটি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। এটি কোম্পানির এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া হ্যান্ডসেট।

২. Google Pixel 6a: ফ্লিপকার্ট সামার সেভার ডেজ সেলে এই ফোনটি ২৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে দুর্দান্ত ক্যামেরা এবং স্টক অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার পাবেন।

৩. Samsung Galaxy Z Flip 3: বর্তমানে এই ফোনটি ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া Axis ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ১০ শতাংশ ছাড়। আপনি যদি প্রিমিয়াম ফিচার পেতে চান, তাহলে এই মডেলটি বেছে নিতে পারেন।

এছাড়া Flipkart Summer Saver Days সেলে Pixel 7 Pro-এর দামও কমেছে, এটি ৬৬,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার একইসময়ে Redmi Note 12 Pro+ মডেলটি পাওয়া যাবে ২৭,৪৯৯ টাকায়। এক্ষেত্রে জনপ্রিয় Nothing Phone (1) কিনতে গেলে ২৭,৯৯৯ টাকার দাম পড়বে।