Flipkart-এ দারুণ ছাড়ে মিলছে ফিচারে ঠাসা এইসব Smartphone, কোনটা ছেড়ে কোনটা কিনবেন?

বিশেষ কোনো উপলক্ষ না থাকলেও বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে কোনো না কোনো সেল চলতেই থাকে। আবার সেল না থাকলেও মেলে নানাবিধ অফার, যার কারণে পছন্দের…

বিশেষ কোনো উপলক্ষ না থাকলেও বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে কোনো না কোনো সেল চলতেই থাকে। আবার সেল না থাকলেও মেলে নানাবিধ অফার, যার কারণে পছন্দের বা প্রয়োজনের প্রোডাক্টটি বাড়ি বসেই সস্তায় পাওয়া যায়। ঠিক একই কারণে এখন দামী স্মার্টফোনও কেনা যায় কম টাকা খরচ করেই। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে একটি ভালো স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে, কিন্তু আপনার বেশি খরচ না করার ইচ্ছে থাকে, তাহলে আপনার কাজে আসবে Flipkart-এর কিছু অফার। হ্যাঁ, এই মুহূর্তে Flipkart বেশি কিছু স্মার্টফোনেই স্পেশাল অফার (ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ইত্যাদি) দিচ্ছে যার কারণে আপনি কম দামে ভালো ব্র্যান্ডেড ফোন পকেটস্থ করতে পারবেন। আর, আপনার সুবিধার জন্য এখানে আমরা অফারে উপলব্ধ Motorola Samsung এবং Realme-র এমনই তিনটি হ্যান্ডসেটের কথা বলব, যেগুলি সম্পর্কে জেনে আপনি চট করে ফোন কেনার সিদ্ধান্ত কাজে লাগাতে পারবেন।

নতুন স্মার্টফোন কিনবেন? কম দামে এগুলি হতে পারে সেরা বিকল্প

১. Motorola g13: এই ফোনের ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৩,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্ট এখন এটিকে ৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে আপনি পুরোনো ফোনের বদলে ৯,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারবেন। এছাড়াও থাকবে মাসিক ৩৫২ টাকা ইএমআইয়ের বিকল্প।

ফিচার বলতে স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সম্বলিত রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

২. Realme 11 Pro 5G: সংস্থার এই লেটেস্ট ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি এখন কিনতে গেলে খরচ পড়বে ২৩,৯৯৯ টাকা, যদিও এর দাম ২৫,৯৯৯ টাকা। এতে ২৩,২০০ টাকা পর্যন্ত ইএমআই অফার উপলব্ধ।

এই ফোনে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

৩. Samsung Galaxy F54 5G: এই ফোনের ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিশিষ্ট মডেলটি এখন ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে ২৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। সাথে আছে মাস পিছু ১,০৫৫ টাকা ইএমআই এবং ২৯,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানোর সুযোগ।

এতে মিলবে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড+ ডিসপ্লে, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, অক্টা-কোর প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।