iPhone 14, Pixel 7a থেকে Samsung-এর বাজেট ফোন, সবই পাবেন ছাড়ে! এবারের সান্টা Flipkart-ই
দেখতে দেখতে এই বছরের শেষ উৎসব বড়দিন মানে ক্রিসমাসও উদযাপিত হচ্ছে, এক সপ্তাহের মধ্যেই দেওয়ালে দেওয়ালে ঝুলবে নতুন...দেখতে দেখতে এই বছরের শেষ উৎসব বড়দিন মানে ক্রিসমাসও উদযাপিত হচ্ছে, এক সপ্তাহের মধ্যেই দেওয়ালে দেওয়ালে ঝুলবে নতুন ক্যালেন্ডার। সেক্ষেত্রে এই উপলক্ষে Flipkart আবারও একটি স্পেশাল সেল আয়োজন করেছে – বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে 'Flipkart Winter Fest' নামক বিক্রয়পর্ব লাইভ রয়েছে, যা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। আর এই সময়ের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট বিশাল ডিসকাউন্টে কেনা যাবে, বিশেষত সস্তায় স্মার্টফোন কেনার জন্য এটিই সঠিক সময়! অতএব আপনি যদি চলতি বছর শেষ হওয়ার আগে একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আইফোন থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের অ্যান্ড্রয়েড মডেলই কম দামে আপনার হাতে পৌঁছে দেবে Flipkart Winter Fest।
এক নজরে Flipkart Winter Fest-এ স্মার্টফোনে উপলব্ধ অফারসমূহ
- iPhone 14 Plus-এ সবচেয়ে বড় ছাড়: প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইলে iPhone 14 সিরিজের দিকে ঝুঁকতে পারেন। এক্ষেত্রে ফ্লিপকার্ট উইন্টার ফেস্টে iPhone 14 মডেলটি ৫৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। একই সময়ে iPhone 14 Plus কিনতে গেলে ৮৯,৯০০ টাকার বদলে ৬৫,৯৯৯ টাকায় পাবেন।
- প্রতিটি সেগমেন্টের 5G ফোনেই মিলবে ছাড়: বাজেট সেগমেন্টে Samsung Galaxy F14 5G ফোনটি ১১,৯৯০ টাকায় কেনা যাবে। অন্যদিকে Motorola Edge 40 Neo স্মার্টফোনের দাম এখন ২২,৯৯৯ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে ১৬,৯৯৯ টাকার কার্যকর মূল্যে Vivo T2 5G কিনতে পারেন। এছাড়াও সেল চলাকালীন ২১,৯৯৯ টাকা দিয়ে Redmi Note 12 Pro কেনা যেতে পারে।
এখানেই শেষ নয়, Samsung Galaxy F34 5G স্মার্টফোনটি চলতি বছরের শেষ অবধি ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে। অন্যান্য স্মার্টফোনের কথা বললে, Poco M6 Pro 5G মাত্র ১০,৯৯৯ টাকায় এবং Poco X5 Pro মাত্র ১৬,৯৯৯ টাকায় মিলবে।আবার Google Pixel 7a কিনতে গেলে ৩৮,৯৯৯ টাকা খরচ হবে।