স্মার্টফোনকে মাঝ বরাবর ফোল্ড করে একটি কমপ্যাক্ট ডিভাইস হিসাবে ব্যবহার করা যায়, তা বিশ্বের দরবারে সর্বপ্রথম স্যামসাং (Samsung)-ই সম্ভব করে দেখিয়েছিল। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি প্রথম ফোল্ডেবল হ্যান্ডসেট, Samsung Galaxy Fold বাণিজ্যিকভাবে বাজারে লঞ্চ করে। গত বছর ওপ্পো (Oppo), মোটোরোলা (Motorola) এবং হুয়াওয়ে (Huawei)-এর মতো ব্র্যান্ডের অনেকগুলি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করেছে। এছাড়াও শাওমি (Xiaomi) ফোল্ডিং ডিসপ্লে যুক্ত ফোন অফার করে, কিন্তু তা শুধুমাত্র চীনের মধ্যেই সীমাবদ্ধ। ব্যবহারিক ক্ষেত্রে, ফোল্ডেবল ফোনের যেমন সুবিধা আছে, তেমন অসুবিধাও রয়েছে। তাই ব্র্যান্ডগুলি প্রতি বছর এই ডিভাইসগুলিকে আরও উন্নত করে চলেছে। বিশেষ প্রযুক্তি ব্যবহারের ফলে ফোল্ডিং ফোনগুলি সাধারণ ফোনের চেয়ে যথেষ্ট ব্যয়বহুল। তাই এই ধরনের হ্যান্ডসেট কেনা ক্রেতাদের কাছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো, কেউই চান না যে সেগুলি ক্ষতিগ্রস্ত হোক। আর এখন এই প্রসঙ্গেই একটি নতুন রিপোর্ট ফোল্ডেবল ফোন অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এসেছে। বলা হচ্ছে, সম্ভবত আসন্ন ফোল্ডেবল হ্যান্ডসেটগুলিকে গুগল (Google)-এর নির্দিষ্ট হার্ডওয়্যার স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে, যা এগুলিকে আরও মজবুত করে তুলতে পারে। আসুন এবিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।
অদূর ভবিষ্যতে আসন্ন ফোল্ডেবল ফোনগুলিকে Google-এর হার্ডওয়্যার স্ট্যান্ডার্ড মেনে চলতে হতে পারে
প্রথমেই জানাই, ফোল্ডেবল ফোনের কেন্দ্রে থাকে একটি হিঞ্জ বা কব্জা প্রক্রিয়া। এটির সাহায্যেই ডিভাইসটিকে খোলা এবং ফোল্ড করা সম্ভব হয় কব্জাটি বেশ টেকসই কিন্তু বেশিরভাগ জিনিসের মতো, প্রাত্যহিক ব্যবহারের ফলে এটি দুই থেকে পাঁচ বছরের সময়ের মধ্যে তার অনমনীয়তা হারায়।
এবার আসা যাক মূল বিষয়ে। প্রযুক্তি বিশারদ মিশাল রহমান দাবি করেছেন যে, গুগল ফোল্ডেবল ফোনের জন্য হার্ডওয়্যার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করছে। মার্কিন সংস্থাটি স্মার্টফোন ব্র্যান্ডগুলির জন্য একটি ফোল্ডেবল কোয়ালিটি রিভিউ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করছে। কোম্পানিকে গুগলের একটি প্রশ্নাবলী সম্পূর্ণ করতে হবে এবং নিবিড়ভাবে যাচাই করার জন্য প্ল্যাটফর্ম হোল্ডারের কাছে স্যাম্পল ডিভাইস পাঠাতে হবে।
জানিয়ে রাখি, ব্র্যান্ডগুলি প্রায়শই তাদের ডিভাইসগুলির জন্য ফোল্ডের সংখ্যা নির্ধারণ করে দেয়। গুগলের মানদন্ডে সব ফোল্ডেবল ফোনে অন্তত ২,০০,০০০ ফোল্ড এবং আনফোল্ড করার ক্ষমতা থাকতেই হবে। এটি স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফোল্ডেবলের জন্য যা দাবি করেছে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে, ওপ্পোর মতো কিছু ব্র্যান্ড ৪,০০,০০০ বার ফোল্ড সহ ডিভাইসগুলির জন্য বড় হিঞ্জ লাইফ দাবি করে। যদি কোনও ফোনকে ২,০০,০০০ বার ফোল্ড এবং আনফোল্ড করা যায়, তাহলে এটিকে দিনে ১০০ বার ব্যবহার করলেও, তা প্রায় পাঁচ বছর অবধি ভালোভাবে কাজ করবে। এরসাথেই মিশাল রহমান যোগ করেছেন যে, ‘টর্ক হিঞ্জ’ সহ ভাঁজযোগ্য ডিভাইসগুলির ২,০০,০০০ বার ফোল্ড/আনফোল্ডের পরে মূল টর্কের কমপক্ষে ৮০% সমান ঘর্ষণ টর্কের প্রয়োজন হবে।
এছাড়া, গুগলের স্ট্যান্ডার্ড পাস করতে স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে তাদের ফোল্ডেবল ফোনে দুটি বড় ওএস আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করতে হবে। কিন্তু ডিভাইসগুলি বেশ ব্যয়বহুল হওয়ায় এটি খানিকটা হতাশ করতে পারে ব্যবহারকারীদের। ফোল্ডেবলের জন্য আল্ট্রা-থিন কাঁচের ব্যবহারের মতো আর কোনও বড় প্রয়োজনীতা নেই। তবে, গুগলের পক্ষ থেকে এই কব্জা এবং ফোল্ডের আয়ুকে বাধ্যতামূলক করা – গুণমান নিশ্চিত করতে এবং ফোল্ডেবল ফোনগুলিকে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী করার জন্য সঠিক একটি পদক্ষেপ।