মাত্র 8000 টাকায় এল 10600mAh ব্যাটারির Smartphone, মিলবে পার্টি করার মত লাউড সাউন্ড

সাম্প্রতিক সময়ে বাজারে রাগড্ (rugged) স্মার্টফোনগুলি বেশ সমাদৃত হচ্ছে। কারণ এই ফোনগুলিতে প্রচুর ফিচার তো ভরপুর থাকছেই, তার সাথে এগুলিতে থাকছে যেকোনো পরিস্থিতি, দুর্ঘটনা এড়ানোর…

সাম্প্রতিক সময়ে বাজারে রাগড্ (rugged) স্মার্টফোনগুলি বেশ সমাদৃত হচ্ছে। কারণ এই ফোনগুলিতে প্রচুর ফিচার তো ভরপুর থাকছেই, তার সাথে এগুলিতে থাকছে যেকোনো পরিস্থিতি, দুর্ঘটনা এড়ানোর মত বিল্ড ডিজাইন। যদিও এগুলির দাম আর পাঁচটা ফোনের থেকে তুলনামূলকভাবে বেশি। কিন্তু ধরুন যদি মাত্র ৮,০০০ টাকায় ১০,৬০০ এমএএইচের বড় ব্যাটারিযুক্ত রাগড্ ফোন পাওয়া যায় তাহলে কেমন হবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এবার সত্যিই এইরকম একটি ফোন কেনার সুযোগ আসছে। কারণ জনপ্রিয় পোর্টেবল পাওয়ার স্টেশন নির্মাতা FOSsiBOT আগামী কয়েকদিনের মধ্যেই কোম্পানির প্রথম স্মার্টফোন FOSsiBOT F101 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২০শে মার্চ এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, যাতে শক্তিশালী সাউন্ড স্পিকারের সাথে অনেক চমকপ্রদ ফিচার থাকবে। কোম্পানির মতে, এটি গ্লোব ট্র্যাকার এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আসুন এখন এই FOSsiBOT F101 স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি এক নজরে দেখে নিই।

FOSsiBOT F101 স্মার্টফোনের দাম, উপলভ্যতা

আসন্ন ফসিবট এফ১০১ ফোনটির দাম রাখা হয়েছে ১৪০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১১ হাজার টাকার কাছাকাছি)। তবে সেলের আর্লি অ্যাক্সেসে (পড়ুন লিমিটেড টাইম অফারে) এটি ৯৯.৯৯ ডলার (মানে প্রায় ৮ হাজার টাকায়) কেনা যাবে। অর্থাৎ এটিকে নিঃসন্দেহে এন্ট্রি-লেভেল রাগড্ স্মার্টফোন বলা যেতে পারে। উল্লেখ্য, ফোনটি আগামী ২০ তারিখ আলিএক্সপ্রেসের (AliExpress)-এর মাধ্যমে লঞ্চ হবে এবং ওই দিন থেকেই সেল শুরু হবে। সেক্ষেত্রে ভারতে এটি কবে থেকে এবং কোথা থেকে কেনা যাবে সে বিষয়ে আলাদা করে কোনো তথ্য পাওয়া যায়নি।

FOSsiBOT F101 স্মার্টফোনের স্পেসিফিকেশন

এবার আসা যাক ফসিবট এফ১০১ ফোনের ফিচারের কথায়, যা ইতিমধ্যেই সামনে এসেছে। এক্ষেত্রে ফসিবট এফ১০১-এ ৫.৪ ইঞ্চি এইচডি+ (পিক্সেল রেজোলিউশন ৭২০×১৪৪০) ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে, যার রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ। এদিকে ফোনটি মিডিয়াটেক হেলিও এ২২ কোয়াড কোর প্রসেসরের সাহায্যে চালিত হবে, যার সাথে থাকবে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ; যদিও এর স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত প্রসারিত করা যাবে। তাছাড়া আগেই বলেছি যে এতে ১০,৬০০ এমএএইচ ব্যাটারি মিলবে, এটি ১৮ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করবে। নির্মাতা সংস্থার দাবি, এই ফসিবট ফোনটি ৪৪ দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এছাড়া সফ্টওয়্যার হিসেবে এটিতে দেখা যাবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।

এদিকে ফটোগ্রাফির জন্য ফসিবট এফ১০১ ফোন ২৪ মেগাপিক্সেল পিডিএএফ (PDAF) প্রাইমারী ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে, যেখানে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় হল এই ফোনটির স্পিকার – এতে আইপি৬৮ (IP68) সার্টিফায়েড ৩.৫ ওয়াট ওয়াটারপ্রুফ স্পিকার রয়েছে যা ৩৬ মিমি ব্যাস, ১১.৫ সিসি সাউন্ড ক্যাভিটি এবং ৩.৫ ওয়াট পিক পাওয়ার অফার করবে। ফলত এতে ১২৩ ডিবি (ডেসিবল) পর্যন্ত ভলিউম উপভোগ করা যাবে। অর্থাৎ এই ফোনের মিউজিকের মাধ্যমে আপনারা আরামসে পার্টি বা বিনোদন উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত, এই ফোন আইপি৬৮/আইপি৬৯ (IP69)/এমআইএল-এসটিডি-৮১০জি (MIL-STD-810G) সার্টিফায়েড, মানে এটি শক্, জল এবং ধুলো প্রতিরোধ করতে সক্ষম।