দারুণ ছাড়ে কিনে নিন Honor-এর লেটেস্ট 5G ফোন: এক চার্জে কাজ চলবে 3 দিন, আছে 108MP ক্যামেরাও
বাজারে প্রিমিয়াম স্মার্টফোনের সংখ্যা এবং চাহিদা উত্তরোত্তর বাড়লেও, কম দামে ভালো ফিচারওয়ালা ফোন কেনাটা কিন্তু কোনো চাপের...বাজারে প্রিমিয়াম স্মার্টফোনের সংখ্যা এবং চাহিদা উত্তরোত্তর বাড়লেও, কম দামে ভালো ফিচারওয়ালা ফোন কেনাটা কিন্তু কোনো চাপের ব্যাপারই নয়! কেননা বাজেট সেগমেন্টে প্রায় প্রতিটি কোম্পানিরই একাধিক ফোন আছে, তাছাড়া আকছার নানাবিধ আকর্ষণীয় অফার-ডিসকাউন্ট তো পাওয়া যায়ই। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বেশি টাকা খরচ না করে Android 14 অপারেটিং সিস্টেম, ভালো ক্যামেরা-ডিসপ্লে এবং বিশাল ব্যাটারির মতো ফাংশনযুক্ত স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার ইচ্ছেপূরণ করবে Amazon India। আসলে হালফিলে চাইনিজ টেক ব্র্যান্ড Honor তার নতুন ফোন Honor X9b 5G ভারতে লঞ্চ করেছে যার ডিসপ্লে সবচেয়ে শক্তিশালী এবং পড়ে গেলেও ভেঙ্গে যাবেনা বলে দাবি করা হয়েছে; এই ফোনে আছে অন্যান্য বহু দুর্দান্ত ফিচারও। আর সবচেয়ে বড় ব্যাপার হল যে, Amazon-এর সৌজন্যে আপনি এটি ভালো ডিসকাউন্টে হাতে পেয়ে যাবেন। তো চলুন, ঝটপট দেখে নিই নতুন Honor X9b 5G-র দাম, অফার এবং এর মূল স্পেসিফিকেশনসমূহ।
Honor X9b 5G ফোন মিলছে বিশেষ অফারে, দেখুন দাম
নতুন অনর এক্স৯বি ফোনটি একক স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এক্ষেত্রে এর ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে এটি কেনার সময় যদি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, এসবিআই (SBI) ক্রেডিট কার্ড, অ্যাক্সিস (Axis Bank) ক্রেডিট কার্ড এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়, তাহলে দামের ওপর ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
এখানেই শেষ নয়, আপনি পুরোনো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ২০,৯৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, যদিও এই ভ্যালু নির্ভর করবে সেই বিদ্যমান ফোনের মডেল/ব্র্যান্ড এবং বর্তমান অবস্থার উপর নির্ভর৷ উল্লেখ্য, অনরের এই ডিভাইসটি মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ।
Honor X9b 5G-এর স্পেসিফিকেশন
অনর এক্স৯বি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, যার সাথে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটি অফার করবে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি – কোম্পানির মতে এক চার্জে ইউজাররা তিনদিন কাজ চালাতে পারবেন। এছাড়াও ফটোগ্রাফির জন্য ফোনটিতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ।