মাত্র ৫৪৯ টাকায় 44W ফাস্ট চার্জিং ফিচারের স্টাইলিশ ফোন, ঝটপট ফায়দা তুলুন Flipkart-এর অফারের

আপনি যদি এই মুহূর্তে কম দামে একটি ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত স্মার্টফোন কেনার পরিকল্পনায় থাকেন, তবে আমাদের এই খবরটি...
Anwesha Nandi 15 March 2023 8:56 PM IST

আপনি যদি এই মুহূর্তে কম দামে একটি ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত স্মার্টফোন কেনার পরিকল্পনায় থাকেন, তবে আমাদের এই খবরটি আপনাকে খুশি করতে পারে! কারণ এই মুহূর্তে Flipkart-এর কল্যাণে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত একটি হ্যান্ডসেট মাত্র ৫৪৯ টাকায় মানে মোবাইল রিচার্জের খরচেই কেনা যাবে। হ্যাঁ ঠিকই বলছি! আসলে ব্যাপারটা হচ্ছে যে, বর্তমানে স্টাইলিশ Vivo T1 44W স্মার্টফোনের দামের ওপর ২৭% ছাড় দিচ্ছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি। শুধু তাই নয়, এই ফোনে এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার ইত্যাদি আরও কিছু স্কিম কাজে লাগানোর সুযোগ মিলছে, যাতে করে ফোনটি খুব কম দামে হাতে পাওয়া যাবে। তো আসুন, Vivo T1 44W স্মার্টফোনে উপলব্ধ অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Flipkart-এর অফার, ব্যাপক ছাড়ে মিলছে এই Vivo ফোন

ভিভো টি১ ৪৪ ওয়াট স্মার্টফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৯,৯০০ টাকা, কিন্তু এখন ফ্লিপকার্টে ২৭% ছাড়ে এই মডেলটি ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আমেরিকান এক্সপ্রেস (American Express), এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে অনলাইনে পেমেন্ট মারফত এই ভিভো ফোনটি কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়।

এছাড়াও যদি কেউ পুরোনো ফোন এক্সচেঞ্জ করে ভিভো টি১ ৪৪ ওয়াট কেনেন, তাহলে তারা ১৩,৯৫০ টাকা পর্যন্ত ভ্যালু পেতে পারেন। অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো গেলে এই মুঠোফোনটি ৫৪৯ টাকায় পাওয়া যাবে।

Vivo T1 44W স্মার্টফোনের স্পেসিফিকেশন

ভিভো টি১ ৪৪ ওয়াট স্মার্টফোনে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের মাধ্যমে চলবে, সাথে থাকবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ফটোগ্রাফির জন্য ইউজাররা এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন।

Show Full Article
Next Story