দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে, 13 হাজারে iPhone 14 Pro এর কপি লঞ্চ করল Gionee
জিওনি চীনে Gionee F1 Plus নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। মূলত আইফোন (iPhone), হুয়াওয়ে (Huawei) এবং শাওমি...জিওনি চীনে Gionee F1 Plus নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। মূলত আইফোন (iPhone), হুয়াওয়ে (Huawei) এবং শাওমি (Xiaomi)-এর মতো কোম্পানির জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনের ক্লোন বাজারে আনার জন্য পরিচিত তারা। পূর্বে সংস্থাটি Gionee P50 Pro লঞ্চ করেছে, যা ছিল Huawei P50 Pro-এর কপি। আর নতুন Gionee F1 Plus এর সঙ্গে iPhone 14 Pro-এর হুবহু মিল। কিন্তু iPhone তো দূর, বাজেট Redmi Note 12-এর চেয়েও কম জিওনির নতুন মডেলের। তার কারণ অনুন্নত স্পেসিফিকেশন। Gionee F1 Plus-এ বলার মতো আইপিএস এলসিডি ডিসপ্লে, Unisoc T610 চিপসেট, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
Gionee F1 Plus-এর স্পেসিফিকেশন
জিওনি এফ১ প্লাস-এ ১,৬০০ × ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্ক্রিনের ওপরে আইফোনের মতো দেখতে একটি নচ কাটআউট বর্তমান। ফোনটি ইউনিসক টি৬১০ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। জিওনি এফ১ প্লাস অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, Gionee F1 Plus-এ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। আর ক্যামেরার বাম্পে দেখতে পাওয়া অন্য দুটি লেন্স আসলে ডামি, যা আইফোনের মতো লুক দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা এআই (AI) ফেস আনলক সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, F1 Plus-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ছোট ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। F1 Plus-এর অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Gionee F1 Plus-এর মূল্য ও লভ্যতা
Gionee F1 Plus দুটি ভিন্ন ভ্যারিয়েন্ট চীনে লঞ্চ হয়েছে- ৬ জিবি র্যাম +১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। ৬ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,১০০ টাকা) যেখানে ৮ জিবি মডেলের মূল্য ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,৩০০ টাকা)৷ ফোনটি ম্যাজিক নাইট ব্ল্যাক এবং ডিপ সি ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে। Gionee F1 Plus চীনের বাইরে লঞ্চ হবে কিনা সে সম্পর্কে কোম্পানি তরফে এখনও কিছু জানানো হয়নি।