আইফোন কেনার সুবর্ণ সুযোগ, ১০০০০ টাকা ডিসকাউন্টে iPhone 13

আপনি যদি আইফোন প্রেমী হন এবং iPhone 13 কিনতে চান তাহলে আপনার জন্য সুখবর। গতবছর লঞ্চ হওয়া এই ফোনটি Apple এর নিজস্ব ওয়েবসাইটে ৬৯,৯৯০ টাকায়…

আপনি যদি আইফোন প্রেমী হন এবং iPhone 13 কিনতে চান তাহলে আপনার জন্য সুখবর। গতবছর লঞ্চ হওয়া এই ফোনটি Apple এর নিজস্ব ওয়েবসাইটে ৬৯,৯৯০ টাকায় তালিকাভুক্ত। তবে আপনি ফ্লিপকার্ট থেকে আরও কম দামে এটি কিনতে পারবেন। iPhone 13 এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে‌ এখন ৬২,৯৯৯ টাকায় উপলব্ধ। অর্থাৎ প্রায় ৭,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ৩,১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

আইফোন ১৩ ছয় কালার অপশনে বাজারে এসেছে। এগুলি হল – ব্লু, পিঙ্ক, মিড, নাইট, স্টারলাইট, গ্রীন এবং প্রোডাক্ট (রেড)। তবে ফ্লিপকার্টে গ্রীন, মিডনাইট, ব্লু ও প্রোডাক্ট (রেড) কালার অপশন উপলব্ধ। জানিয়ে রাখি, অ্যামাজনে আলোচ্য মডেলটি গতকাল ৬১,৯৯৯ টাকায় বিক্রি হয়েছে। যদিও এখন ১২৮ জিবি ভ্যারিয়েন্ট আর উপলব্ধ নেই।

ফিচারের কথা বললে, ১৩ প্রজন্মের আইফোনে iPhone 14 এর মতো অনেক বিশেষত্ব রয়েছে। এতে এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। আবার ফোন দুটির ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা প্রায় একই রকম। তবে ব্যাটারি ব্যাকআপ উত্তরসূরীতে সামান্য বেশি পাওয়া যাবে। যদিও এর জন্য ১৭,০০০ টাকা অতিরিক্ত দেওয়া উচিত নয় বলেই আমাদের মনে হয়। উল্লেখ্য, iPhone 14 এর দাম শুরু হয়েছে ৭৯,৯০০ টাকা থেকে।

তাই যারা, iPhone X, iPhone XR অথবা iPhone 11 এর মতো পুরানো মডেল আপগ্রেড করতে চান, তারা iPhone 13 নিতে পারেন। এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায় – ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি। ফ্লিপকার্টে ২৫৬ জিবি এখন ৬৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫১২ জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ৮৩,৯৯৯ টাকায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন