Android ফোনের সবচেয়ে বড় সমস্যা মেটাতে Samsung এর সঙ্গে হাত মেলাল Google

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগল (Google) দ্বারা ডেভেলপ করা হলেও, প্রায়শই স্মার্টফোন নির্মাতারা এটি নিজের মতো করে...
Ananya Sarkar 9 May 2023 12:56 PM IST

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগল (Google) দ্বারা ডেভেলপ করা হলেও, প্রায়শই স্মার্টফোন নির্মাতারা এটি নিজের মতো করে কাস্টমাইজ করে থাকে। এর ফলে প্রতিটি ব্র্যান্ড তাদের ফোনের সফটওয়্যার নিজস্ব অদ্বিতীয় অভিজ্ঞতা অফার করতে পারে, তবে এটি মাঝে মাঝে সমস্যারও সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ডিভাইস ভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড পরিষেবাগুলি পরিচালনা করে, যা ব্যবহারকারীদের কাছে হতাশাজনক হতে পারে। তবে এখন একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, গুগল আরও সঙ্গতিপূর্ণ ব্যাকগ্রাউন্ড সার্ভিস এক্সপেরিয়েন্স প্রদানের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড, স্যামসাং (Samsung)-এর সাথে যৌথভাবে কাজ করছে। আসুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Google এবং Samsung জুটি বেঁধেছে

গুগল এবং স্যামসাং অ্যান্ড্রয়েডের ব্যাকগ্রাউন্ড পরিষেবাগুলির অসঙ্গত পরিচালনামূলক সমস্যাগুলির সমাধান করতে একত্রে পার্টনারশিপ শুরু করেছে। গ্যালাক্সি ডিভাইসের জন্য স্যামসাংয়ের ওয়ান ইউআই ৬.০ (One UI 6.0) আপডেট থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ১৪-এর ব্যাকগ্রাউন্ড এপিআই (API)-এর আরও অভিন্ন প্রয়োগ নিশ্চিত করতে প্রযুক্তি সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে।

আসলে, ব্যাকগ্রাউন্ড সার্ভিসের সমস্যাটি নতুন নয়। স্মার্টফোন নির্মাতারা তাদের ডিভাইসের ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট সিস্টেম ফিচারকে সীমাবদ্ধ করে আসছে, যা প্রায়শই অনিচ্ছাকৃত অ্যাপ বিহেভিয়ার এবং নিম্নমানের ইউজার এক্সপেরিয়েন্সের দিকে পরিচালিত করে। এই সমস্যাগুলির মোকাবেলার জন্য স্ট্রিমলাইনড ব্যাকগ্রাউন্ড অপারেশন এবং নতুন গুগল প্লে নীতি সহ আসন্ন অ্যান্ড্রয়েড ১৪ ওএস সংস্করণটি বেশকিছু পরিবর্তন নিয়ে আসবে বলে জানা গেছে৷

স্যামসাং এই প্রচেষ্টায় গুগলের সাথে কাজ করা প্রথম কোম্পানি এবং তাদের যৌথ প্রয়াসের ফল আসন্ন One UI 6.0 আপডেটে স্পষ্ট হবে। যেহেতু ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ১৪ টার্গেট করতে তাদের অ্যাপ আপডেট করবে, তাই সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়া উচিত। যদিও, গুগলের ব্যাকগ্রাউন্ড প্রসেসের জন্য নির্দেশিকা আছে। তবে, এই গাইডলাইনগুলি এখনও পর্যন্ত খুব কার্যকর হয়নি।

উল্লেখ্য, গুগলের বার্ষিক ডেভলপার কনফারেন্স, গুগল আই/ও (Google I/O) ইভেন্টটি আগামীকাল (১০ মে) অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে যে, সংস্থাটি এই ইভেন্টে পরবর্তী প্রজন্মের Android 14 সংস্করণটি প্রকাশ করবে এবং এর বৈশিষ্ট্যগুলির ওপর আরও বিস্তারিতভাবে আলোকপাত করবে।

Show Full Article
Next Story