Google Pixel: দারুণ খবর শোনাল গুগল, ভারতে আসছে সংস্থার প্রথম ফোল্ডিং ফোন, লঞ্চ এই তারিখে

গুগল পিক্সেল ৯ প্রো এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড ফোনের ভারতীয় লঞ্চের তারিখ সামনে এল। গ্লোবাল মার্কেটে পা রাখার একদিনের মধ্যেই এগুলি এদেশে প্রবেশ করবে। প্রত্যাশিত সময়ের আগে লঞ্চ হতে চলা এই হ্যান্ডসেটগুলি একাধিক আপগ্রেড সহ আসতে চলেছে।

Ananya Sarkar 20 July 2024 12:23 AM IST

গুগল সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা লেটেস্ট গুগল পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন এবং গুগল পিক্সেল ওয়াচ ৩ স্মার্টওয়াচ লঞ্চ করার জন্য আগামী ১৩ অগাস্ট একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। গুগলের জন্য এটি অস্বাভাবিক, কারণ কোম্পানি গত কয়েক বছর অক্টোবরের প্রথম সপ্তাহে পিক্সেল ফোন লঞ্চ করেছে। আর আজ, ব্র্যান্ডের ভারতীয় বিভাগ নিশ্চিত করেছে যে, গুগল পিক্সেল ৯ প্রো এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড ভারতে ১৪ আগস্ট রাত ১০:৩০ টায় উন্মোচন করা হবে। এই দুই ডিভাইস থেকে কি কি আশা করা যায়, আসুন দেখে নেওয়া যাক।

গুগল পিক্সেল ৯ প্রো

গুগল পিক্সেল ৯ প্রো ফোনে অফিসিয়াল টিজারে গোলাকার কোণ সহ উত্থিত, অনুভূমিক ক্যামেরার ভিসার থাকবে। এটিতে তিনটি ক্যামেরা, একটি এলডিই ফ্ল্যাশ এবং একটি টেম্পারেচার সেন্সর ইউনিট রয়েছে। যদিও ব্র্যান্ডটি ভারতে গুগল পিক্সেল ৯ প্রো ফোনটিকে টিজ করেছে, তবে গুগল পিক্সেল ৯ এবং সম্ভাব্য গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলেগুলিও এদেশে মুক্তি পাবে কিনা এখনও স্পষ্ট নয়।

গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড

গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড কোম্পানির দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ফোন হবে। অফিসিয়াল টিজারে দেখা গেছে যে, এর ক্যামেরা আইল্যান্ডটি ওপরের-বাম কোণায় অবস্থিত। ক্যামেরা মডিউলটিতে তিনটি ক্যামেরা, একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি মাইক্রোফোন থাকবে বলে মনে হচ্ছে।

গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড ফোনের টিজার ভিডিওটি এর অভ্যন্তরীণ ডিজাইন প্রকাশ করেছে। যদিও টিজারটি কোনও অভ্যন্তরীণ ক্যামেরা প্রদর্শন করেনি, তবে সূত্রগুলি এর উপস্থিতি নিশ্চিত করেছে। গত প্রজন্মের গুগল পিক্সেল ফোল্ডের বেজেলে এর অভ্যন্তরীণ ক্যামেরা ছিল, তবে গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ডের ওপরের-বাম কোণায় অভ্যন্তরীণ ক্যামেরার জন্য একটি স্ক্রিন কাটআউট থাকবে বলে আশা করা হচ্ছে।

গুগল আসন্ন পিক্সেল ফোনে জেমিনি এআই-এর ইন্টিগ্রেশনের বিষয়টি নিশ্চিত করেছে। গুগল পিক্সেল ফোল্ডেবলটি পোর্সেলিন এবং ওবসিডিয়ান কালার অপশনে পাওয়া যাবে। যদিও গুগল ইন্ডিয়া শুধুমাত্র গুগল পিক্সেল ৯ প্রো ফোনের পোর্সেলিন ভ্যারিরিয়েন্টটিকে টিজ করেছে, সম্ভবত এটি আরও কালারে পাওয়া যাবে।

Show Full Article
Next Story