চীনকে বড়সড় ঝটকা, আইফোনের পর Google Pixel ফোনও তৈরি হতে পারে ভারতে

একথা আমাদের সকলেরই জানা যে, স্মার্টফোনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান মার্কেট হল ভারত। আর স্মার্টফোন...
techgup 15 Sept 2022 5:54 PM IST

একথা আমাদের সকলেরই জানা যে, স্মার্টফোনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান মার্কেট হল ভারত। আর স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও আমাদের দেশমাতৃকা ইদানীংকালে একদম প্রথম সারির দেশগুলির তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। তবে এবার ভারতের মুকুটে আর-একটি নতুন পালক যুক্ত হতে চলেছে। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Apple (অ্যাপল)-এর পর এবার Google (গুগল)-ও এদেশের মাটিতে তাদের ফ্ল্যাগশিপ Pixel (পিক্সেল) স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে। এর পিছনে কারণ হিসেবে মূলত চীনে কোভিড-১৯ ভাইরাসের কারণে লকডাউন এবং উৎপাদনের ধীর গতিকেই দায়ী করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ভারতে ৫ থেকে ১০ লক্ষ Pixel ফোন তৈরির পরিকল্পনা করছে Google। এছাড়া, সংস্থাটি ভারতের পাশাপাশি ভিয়েতনামেও তাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে চাইছে বলে জানা গিয়েছে।

ভারতে কেন Pixel স্মার্টফোন উৎপাদন করার কথা ভাবছে Google?

সম্প্রতি গুগল ভারতে তাদের পিক্সেল ফোন তৈরির জন্য ভারতীয় নির্মাতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে। ভারতে ৫ থেকে ১০ লক্ষ পিক্সেল ফোন তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থার। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত গুগল তাদের এই ফ্ল্যাগশিপ ফোনটি শুধুমাত্র চীনেই তৈরি করতো। কিন্তু পুনরায় করোনা মাথাচাড়া দেওয়ায় চীনের প্রধান প্রযুক্তি কেন্দ্র সাংহাইসহ আরও অনেক শহরে লকডাউনের ফলে সাপ্লাই চেইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এই কারণে গুগলসহ আরও অনেক নামজাদা টেক কোম্পানিই বর্তমানে চীনের উপর তাদের নির্ভরশীলতা কমানোর দিকে জোর দিচ্ছে, এবং নিজেদের ব্যবসায়িক কার্যকলাপকে অন্যান্য দেশে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, গুগল তাদের বার্ষিক উৎপাদনের ১০ থেকে ২০ শতাংশ ভারতের আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ গুগল পিক্সেল স্মার্টফোনের উৎপাদনও। আর সংস্থাটি এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই জোরকদমে কাজ করা শুরু করে দিয়েছে।

ভারতে iPhone তৈরি করতে পারে Tata Group

আইফোন ১৪ (iPhone 14) সিরিজ লঞ্চের পরই খবর পাওয়া গেছে যে, টাটা গ্রুপ (Tata Group) ভারতে আইফোন (iPhone) তৈরির জন্য উইস্ট্রোন কর্প (Wistron Corp)-এর সাথে আলোচনা করছে। ব্লুমবার্গ (Bloomberg)-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এদেশে যথাযথভাবে আইফোন প্রস্তুতির কর্মযজ্ঞ চালানোর জন্য টাটা, উইস্ট্রোনের সাথে অংশীদারিত্ব করতে পারে। তদুপরি, দুটি সংস্থা একজোট হয়ে একটি নতুন যৌথ অ্যাসেম্বলিং প্ল্যান্ট গঠন করার পরিকল্পনা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি Apple তাদের নতুন iPhone 14 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় চারটি নতুন ফোন বাজারে এসেছে, সেগুলি হল – iPhone 14 (আইফোন ১৪), iPhone 14 Plus (আইফোন ১৪ প্লাস), iPhone 14 Pro (আইফোন ১৪ প্রো) ও iPhone 14 Pro Max (আইফোন ১৪ প্রো ম্যাক্স)। সেক্ষেত্রে Tata Group এবং Wistron একজোট হয়ে বেস মডেলের পাশাপাশি ভারতে iPhone 14 Pro সিরিজের ফোন তৈরির জন্যও কাজ করতে পারে।

Show Full Article
Next Story