মহা হরিলুট অফার! ৪৩ হাজার টাকার ফোন ১১ হাজার টাকায়, Google Pixel কিনবেন নাকি
চলতি বছরের মে মাসে Google-এর অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স ইভেন্ট, Google I/O 2022-এ লঞ্চ হয়েছিল Google Pixel 6a। তবে...চলতি বছরের মে মাসে Google-এর অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স ইভেন্ট, Google I/O 2022-এ লঞ্চ হয়েছিল Google Pixel 6a। তবে মে মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হলেও হ্যান্ডসেটটি জুলাই মাসে ভারতে পা রাখে। একগুচ্ছ অসাধারণ ফিচার মজুত থাকায় ইতিমধ্যেই মিড-রেঞ্জের এই স্মার্টফোনটি ইউজারমহলে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তবে হালফিলে আপনি যদি একদম বাজেট রেঞ্জে এই ডিভাইসটিকে করায়ত্ত করতে চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে Flipkart-এ উপলব্ধ বাম্পার অফারের সৌজন্যে ৪৪,০০০ টাকার Google Pixel 6a বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ১০,৯৯৯ টাকায়! ফলে বছরের শেষান্তে যারা দুর্দান্ত ছাড়ে একটি ব্র্যান্ড-নিউ হ্যান্ডসেটকে পকেটস্থ করার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই এই অফারটির ফায়দা ওঠাতে পারেন। চলুন, এই মুহূর্তে Flipkart থেকে মাত্র ১০,৯৯৯ টাকায় কীভাবে Google Pixel 6a কেনা যাবে, সে সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।
Google Pixel 6a পাওয়া যাচ্ছে মাত্র ১০,৯৯৯ টাকায়!
বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে ২৯% বাম্পার ডিসকাউন্টের সৌজন্যে গুগল পিক্সেল ৬এ ফোনটির ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪৩,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৩০,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ, বর্তমানে ফোনটির সাথে ১৩,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, সংস্থা কর্তৃক প্রদত্ত ব্যাংক ও এক্সচেঞ্জ অফারকে কাজে লাগালে ক্রেতারা এই হ্যান্ডসেটটির দাম আরও খানিকটা কমাতে পারবেন।
যেমন ফেডারেল ব্যাংকের ডেবিট কার্ডে ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক কার্ডে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। তদুপরি, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনলে ১৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন ক্রেতারা। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। অর্থাৎ যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়, তাহলে অগ্রিম ছাড় এবং ব্যাংক ও এক্সচেঞ্জ অফারকে একত্রিত করলে মাত্র ১০,৯৯৯ টাকায় এই ফোনটি কেনা যাবে (৩০,৯৯৯ − ১৮,৫০০ − ১,৫০০ = ১০,৯৯৯)।
Google Pixel 6a-এর ফিচার এবং স্পেসিফিকেশন
গুগলের নিজস্ব টেনসর (Tensor) চিপসেট ও টাইটান এম২ (Titan M2) সিকিউরিটি কোপ্রসেসর সহ আসা গুগল পিক্সেল ৬এ-তে রয়েছে ৬.১ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ওএলইডি পাঞ্চ হোল ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এই ডিসপ্লেটিকে সুরক্ষিত রাখার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৪,৪১০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত Google Pixel 6a ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭ অ্যাপারচার সহ ১২.২ মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর ও এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ক্যামেরাটি ৩০ এফপিএস-এ ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে পারে। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দেখা মিলবে।