নতুন মডেল আসার আগে 16 হাজার টাকা দাম কমলো এই 5G ফোনের, রয়েছে ফাটাফাটি ক্যামেরা
একধাক্কায় অনেকটাই দাম কমলো Google Pixel 6a-এর। দুর্দান্ত ক্যামেরা সহ আসা এই ফোনটির মূল্য ১৬ হাজার টাকা পর্যন্ত কমানো...একধাক্কায় অনেকটাই দাম কমলো Google Pixel 6a-এর। দুর্দান্ত ক্যামেরা সহ আসা এই ফোনটির মূল্য ১৬ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। উল্লেখ্য, আগামী ১০ মে আই/ও ২০২৩ ইভেন্টের আয়োজন করেছে গুগল। এই ইভেন্টে টেক জায়ান্টটি প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Google Pixel Fold লঞ্চ করবে। আবার এই একই ইভেন্টে Pixel 6a এর উত্তরসূরি হিসেবে Google Pixel 7a এর উপর থেকেও পর্দা সরানো হবে। এমন পরিস্থিতিতে সংস্থাটি পুরানো মডেলের দাম কমাবে এটাই স্বাভাবিক। আসুন Pixel 6a স্মার্টফোনটি এখন কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Google Pixel 6a অফারের সাথে কেনার সুযোগ
বর্তমানে গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়। উল্লেখ্য, গত বছর ভারতে গুগল পিক্সেল ৬এ লঞ্চ হয়েছিল ৪৩,৯৯৯ টাকায়। অর্থাৎ ফোনটি বর্তমানে ১৬,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
এছাড়া, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরও কম দামে ডিভাইসটি কেনা যারা। এছাড়া পুরানো ফোন বদলে ২৬,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের ব্র্যান্ড ও এর বর্তমান অবস্থার উপর নির্ভর করবে।
Google Pixel 6a এর বিশেষত্ব
গুগল পিক্সেল ৬এ ফোনে আছে ৬.১৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যা ২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশন এবং কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে গুগলের ইন-হাউস গুগল টেনসর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উপস্থিত। ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে ১২.২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সরসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল লেন্স। গুগলের এই ৫জি ফোনে রয়েছে ৪৪১০ এমএএইচ ব্যাটারি।