32000 টাকা পর্যন্ত ফ্লাট ডিসকাউন্ট, ফ্লিপকার্ট সেলে জলের দরে সেরা ক্যামেরার Google Pixel স্মার্টফোন

ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে Google Pixel স্মার্টফোনে 32,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এদের উপর অতিরিক্ত ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে।

Ankita Mondal 8 Dec 2024 9:51 PM IST

গুগলের Pixel ফোনগুলি সেরা ক্যামেরার জন্য বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। যদিও ভারতে খুব বেশি সুবিধা করতে পারিনি ডিভাইসগুলি। কিন্তু যারাই Pixel স্মার্টফোন কিনছেন তারাই এর প্রশংসা করেছেন। তাই আপনার বাজেট যদি কিছুটা বেশি হয় এবং ভালো ক্যামেরা ফোন কিনতে চান তাহলে গুগলের হ্যান্ডসেটগুলি বেছে নিতে পারেন। আর ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে Google Pixel স্মার্টফোনে 32,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এদের উপর অতিরিক্ত ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে। আসুন কোন মডেলের উপর কত টাকা ছাড় দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Google Pixel 7: 29,000 টাকা ডিসকাউন্টে

ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে গুগলের এই ফোন 29 হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। লঞ্চের পর প্রথমবার এটি সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 59,999 টাকা, কিন্তু এখন এটি 30,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারলে এর দাম আরও কমানো যাবে। ফিচার হিসেবে এতে রয়েছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 10.8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, টেনসর G2 চিপসেট এবং 4270mAh ব্যাটারি।

Google Pixel 7a: 16,000 টাকা ছাড়ে

লঞ্চের সময় এই পিক্সেল ফোনের 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 43,999 টাকা, কিন্তু ই-কমার্স প্ল্যাটফর্মে এখন এটি 27,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এর দাম আরও কমানো যাবে। ফিচারের কথা বললে, এতে রয়েছে 6.1 ইঞ্চি ডিসপ্লে, 64 মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, টেনসর G2 চিপসেট এবং 4300mAh ব্যাটারি।

Google Pixel 8a: 16,000 টাকা কম দামে

গুগল পিক্সেল 8a এর 8GB+128GB ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল 52,999 টাকা, কিন্তু এখন ফ্লিপকার্টে এটি 36,999 টাকায় পাওয়া যাচ্ছে। আবার এর সাথে অতিরিক্ত ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। বৈশিষ্ট্যের কথা বললে, এই ফোনে 6.1 ইঞ্চি ডিসপ্লে, 64 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, টেনসর G3 চিপসেট এবং 4404mAh ব্যাটারি আছে।

Google Pixel 8 Pro: 32,000 টাকা পর্যন্ত ছাড়

ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী, স্মার্টফোনটি এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর 12GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল 1,06,999 টাকা, কিন্তু এই সময়ে ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্মে 74,999 টাকায় তালিকাভুক্ত আছে। এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার। এই ডিভাইসে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 10.5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, টেনসর G3 চিপসেট এবং 5050mAh ব্যাটারি।

Show Full Article
Next Story