মাস শেষে হাফ দামে মিলছে দু-দুটি Google Pixel ফোন, এমন অফার ছাড়লে লস বৈকি

এখন প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ক্যাটেগরির দুটি গুগল পিক্সেল স্মার্টফোন। ব্যাপারখানা বিশদে জেনে নিন...

Anwesha Nandi 29 July 2024 2:47 PM IST

এই কয়েক বছরে গুগলের পিক্সেল স্মার্টফোনগুলি বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেক্ষেত্রে আপনি যদি এই ফ্ল্যাগশিপ ক্যাটেগরির হ্যান্ডসেটগুলি কেনার কথা ভেবে থাকেন, কিন্তু দামের জন্য বারবার পিছিয়ে আসেন, তাহলে এখন আপনার জন্য সুখবর রয়েছে। আসলে আগামীমাসে অর্থাৎ আগস্টে গুগল পিক্সেল ৯ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আর তার আগে পুরোনো পিক্সেল মডেলগুলির দামে ব্যাপক কাটছাঁট লক্ষ্য করা যাচ্ছে। যেমন, বর্তমানে গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোনদুটি চরম সস্তায় মিলছে – আপনি এগুলি লঞ্চ প্রাইসের চেয়ে প্রায় অর্ধেক দামে হাতে পেয়ে যাবেন। আসুন বিস্তারিত জেনে নিই…

হাফ দামে মিলছে গুগল পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো মডেলও, অফার দেখে নিন

গুগল পিক্সেল ৭ স্মার্টফোনটি একক ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছিল এবং এর লঞ্চ প্রাইস ছিল ৫৯,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে এটি ফ্লিপকার্টে মাত্র ৩৪,৯৯৯ টাকা মূল্যে অর্থাৎ ২৫ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে এতে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার কাজে লাগানো যাবে, সাথে থাকবে সর্বোচ্চ ৩৩,৬০০ টাকার এক্সচেঞ্জ অফারও।

অন্যদিকে দু বছর আগে ৮৪,৯৯৯ টাকায় লঞ্চ হলেও, গুগল পিক্সেল ৭ প্রো এখন ফ্লিপকার্টে এমআরপির চেয়ে ৪৫% ছাড়ে ৪৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্তভাবে এতেও সর্বাধিক ৩,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ৪৩,৩০০ টাকা অবধি এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।

গুগল পিক্সেল ৭ ফোনের স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৭ মডেলে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৩ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব টেন্সর জি২ প্রসেসর, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ২০ ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,২৭০ এমএএইচ ব্যাটারি অফার করে। আর ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। অন্যান্য ফিচারের কথা বললে, এটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত।

গুগল পিক্সেল ৭ প্রো-এর স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচডি এলটিপিও ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতেও ব্যবহার হয়েছে টেন্সর জি২ প্রসেসর, যার সাথে ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মেলে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৯২৬ এমএএইচ ব্যাটারি বর্তমান। ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এছাড়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

Show Full Article
Next Story