শুধু ক্যামেরায় চমক নয়, Google Pixel 7 ও Pixel 7 Pro আসছে ১২ জিবি র্যাম ও টেন্সর ২ চিপের সাথে
গত মে মাসে আয়োজিত গুগল আই/ও ২০২২ (Google I/O 2022) ইভেন্ট চলাকালীন কোম্পানি তাদের পরবর্তী প্রজন্মের Pixel 7 ফ্ল্যাগশিপ...গত মে মাসে আয়োজিত গুগল আই/ও ২০২২ (Google I/O 2022) ইভেন্ট চলাকালীন কোম্পানি তাদের পরবর্তী প্রজন্মের Pixel 7 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটির বিষয়ে ঘোষণা করেছিল। আর সম্প্রতি দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রযুক্তি সংস্থাটি নিশ্চিত করেছে যে, আগামী ৬ অক্টোবর এই আপকামিং লাইনআপের অধীনে নতুন Pixel 7 এবং 7 Pro হ্যান্ডসেট দুটি উন্মোচন করা হবে। দুটি ফোনই বেশ কিছুদিন ধরে প্রযুক্তি মহলের চর্চার কেন্দ্রে রয়েছে। ইতিমধ্যেই আসন্ন পিক্সেল ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন, আনবক্সিং ভিডিও অনলাইনে দেখা গেছে। আর এখন আবার Pixel 7 এবং 7 Pro-উভয় মডেলই অ্যান্ড্রয়েড ১৩ চালিত গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। এর তালিকাটি ডিভাইসগুলির কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আসুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
Google Pixel 7 সিরিজের হ্যান্ডসেটগুলিকে দেখা গেল Google Play Console-এর সাইটে
মাইস্মার্টপ্রাইস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো হ্যান্ডসেটগুলি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে "প্যান্থার" এবং "চিতা" কোডনেম সহ তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে যে, এই নয়া হ্যান্ডসেটগুলি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এগুলি গুগল টেনসর (সম্ভবত টেনসর জি২) অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে, যার মধ্যে দুটি কর্টেক্স এক্স১ (Cortex X1) কোর, দুটি কর্টেক্স এ ৭৬ (Cortex A76) কোর এবং চারটি কর্টেক্স এ৫৫ (Cortex A55) কোর রয়েছে। পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো- উভয় ফোনেরই প্রসেসরটি গ্রাফিক্সের জন্য এআরএম মালি জি৭৮ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।
এছাড়াও, গুগল প্লে কনসোল-এর তালিকাটি থেকে জানা গেছে যে, স্ট্যান্ডার্ড পিক্সেল ৭-এর ডিসপ্লেতে ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। আর, ৭ প্রো-এর স্ক্রিনটি ১,৪৪০ x ৩,১২০ পিক্সেলের কিউএইচডি+ রেজোলিউশন অফার করবে। রেগুলার মডেলটি ৮ জিবি র্যামের সাথে আসবে এবং প্রো সংস্করণে ১২ জিবি র্যাম মিলবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, Pixel 7 Pro মডেলে এর পূর্বসূরির মতো ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর দ্বারা গঠিত একই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। অন্যদিকে, একইভাবে বেস মডেলটিও পূর্বসূরি Pixel 6-এর মতো ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন১ সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৮১ আল্ট্রা-ওয়াইড সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট অফার করবে।
উল্লেখ্য, Google Pixel 7 এবং 7 Pro বর্তমান Pixel 6 সিরিজের তুলনায় সামান্য কিছু আপগ্রেডের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে, টেনসর জি২ চিপসেটটিই একমাত্র বড় পরিবর্তন বলে জানা গেছে। তবে বিস্তারিত বিবরণ জানার জন্য আগামী ৬ অক্টোবর আয়োজিত লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতেই হবে।