20000 টাকার বেশি ছাড়! এখন দারুণ সস্তায় মিলছে Google Pixel 7 Pro ফোন, কিনলে উঠবে দুর্ধর্ষ ছবি
মোবাইল ফটোগ্রাফি যেমন আজকালকার অধিকাংশ মানুষের শখের বস্তু হয়ে দাঁড়িয়েছে, তেমনই ভালো ফটো তোলার ব্যাপারে অন্যান্য...মোবাইল ফটোগ্রাফি যেমন আজকালকার অধিকাংশ মানুষের শখের বস্তু হয়ে দাঁড়িয়েছে, তেমনই ভালো ফটো তোলার ব্যাপারে অন্যান্য কোম্পানির স্মার্টফোনের তুলনায় অনেকটাই এগিয়ে আছে Google Pixel লাইনআপ। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘ সময় ধরে এই ফটোগ্রাফির কারণে কিংবা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেতে অ্যান্ড্রয়েড নির্মাতার নিজস্ব হ্যান্ডসেট কিনতে চান, তাহলে আপনার জন্য আজ দারুণ সুখবর রয়েছে।
এখন হাই-প্রিমিয়াম Google Pixel 7 Pro ফোনটি বিপুল ছাড়ে একটি মিড রেঞ্জার মডেলের দামে পাওয়া যাচ্ছে – জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকে আপনি এটি সস্তায় কিনে ফেলতে পারবেন।
এখন দারুণ ছাড়ে কিনে নিতে পারেন Google Pixel 7 Pro
আজ থেকে প্রায় দু বছর আগে 2022 সালে গুগল পিক্সেল 7 প্রো ফোনটি 84,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন এটি ফ্লিপকার্টে এমআরপি (MRP)-র চেয়ে 20% ছাড়ে 67,999 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে আপনি ৫% ক্যাশব্যাক থেকে শুরু করে 4,000 টাকা অবধি অতিরিক্ত ডিসকাউন্ট কাজে লাগাতে পারবেন। থাকবে নো-কস্ট ইএমআইয়ের অপশনও।
এখানেই শেষ নয়, যদি গুগল ফোনটি অর্ডার করার সময় যদি আপনি নিজের পুরোনো কোনো স্মার্টফোন বদলে নেন, তাহলে 50,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলতে পারে। যদিও এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরোনো মোবাইলের বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল এবং অন্যান্য কোম্পানি পলিসির ওপর। মানে ভাগ্য ভালো থাকলে সব মিলিয়ে অনেক কমেই এই প্রিমিয়াম ফোন হাতে পেতে পারেন।
Google Pixel 7 Pro-এর স্পেসিফিকেশন
গুগল পিক্সেল 7 প্রো ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি কিউএইচডি (রেজোলিউশন 3120×1440 পিক্সেল) এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব টেন্সর জি2 প্রসেসর, যার সাথে 12 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মেলে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 4,926 এমএএইচ ব্যাটারি দেখা যাবে। এছাড়াও, ফটোগ্রাফির জন্য এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল টেলিফটো লেন্স (30x সুপার রেজোলিউশন জুম) ও 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। সাথে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।