Google pixel 7, Google pixel Watch কেনার জন্য অপেক্ষা করছেন? কবে থেকে সেল শুরু হবে জেনে নিন

গত মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও (Google I/O) ইভেন্টে সংস্থার তরফে Pixel 6 সিরিজের উত্তরসূরি মডেলগুলি লঞ্চ করার বিষয়ে টিজ...
Anwesha Nandi 20 Sept 2022 5:36 PM IST

গত মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও (Google I/O) ইভেন্টে সংস্থার তরফে Pixel 6 সিরিজের উত্তরসূরি মডেলগুলি লঞ্চ করার বিষয়ে টিজ করার পর চলতি মাসের শুরুতে কোম্পানি ঘোষনা করেছে যে, Google Pixel 7, Pixel 7 Pro হ্যান্ডসেটগুলির সাথে Pixel Watch-টিও আগামী ৬ অক্টোবর বিশ্ববাজারে লঞ্চ হবে। এখন আবার গুগল পিক্সেল অনুরাগীদের আকর্ষিত করতে আসন্ন ডিভাইসগুলির বিক্রয়ের তারিখও প্রকাশ্যে এসেছে। একটি জার্মান প্রকাশনা তাদের সাম্প্রতিক রিপোর্টে Google Pixel 7 সিরিজের জন্য দুটি বিক্রয়ের তারিখ এবং গুগলের প্রথম স্মার্টওয়াচ, Pixel Watch-এর জন্য একটি তারিখ প্রকাশ করেছে। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই গুগলের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলি ক্রেতাদের হাতে পৌঁছালেও, নতুন স্মার্টওয়াচটি নভেম্বরের আগে বিক্রির জন্য উপলব্ধ হবে না বলেই জানা যাচ্ছে।

ফাঁস হল Google Pixel 7 সিরিজ এবং Pixel Watch-এর বিক্রয়ের তারিখ

গুগলের পার্টনারদের উদ্ধৃত করে, জার্মান প্রকাশনা ক্যাশিস ব্লগ (CASCHYS BLOG)-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো আগামী ৬ অক্টোবর অর্থাৎ গ্লোবাল মার্কেটে লঞ্চের দিন থেকেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। আর এই ফোনগুলি আগামী ১৮ অক্টোবর থেকে গুগল স্টোর এবং সংস্থার অংশীদারদের থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এদিকে, গুগল পিক্সেল ওয়াচ আগামী ৪ নভেম্বর থেকে পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। তবে, রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, উপলব্ধতার ক্ষেত্রে ভবিষ্যতে কিছু পরিবর্তনও দেখা যেতে পারে।

প্রসঙ্গত, উল্লেখিত তারিখগুলি বিখ্যাত টিপস্টার রোনাল্ড কোয়ান্ডট (Roland Quandt)-ও সমর্থন করেছেন। তিনি জানতে পেরেছেন যে, গুগল পিক্সেল ৭ সিরিজটির সরবরাহের প্রক্রিয়া আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে। তবে, গত মাসে ফ্রন্ট পেজ টেক (Front Page Tech)-এর একটি রিপোর্টে প্রকাশ করা হয় যে, গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো মডেলগুলি প্রি-অর্ডারের জন্য ৬ অক্টোবর থেকে পাওয়া যাবে এবং এগুলি আগামী ১৩ অক্টোবর থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে, যা সাম্প্রতিক রিপোর্টের সাথে মেলে না। যদিও, ফ্রন্ট পেজ টেকের এখনও পর্যন্ত বেশ ভালোই রেকর্ড রয়েছে। বিশেষত, গুগলের হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রকাশনাটির দাবিগুলি যথাযথ ছিল।

উল্লেখ্য, গুগল আগামী ৬ অক্টোবর আয়োজিত লঞ্চ ইভেন্টে Pixel 7 এবং Pixel 7 Pro-এর উপলব্ধতা সম্পর্কীত তথ্যগুলি প্রকাশ করবে, নাকি গুগল আই/ও (Google I/O) ইভেন্টে ব্র্যান্ডের আসন্ন ডিভাইসগুলিকে টিজ করা এবং সেগুলির লঞ্চের তারিখ ঘোষণা করার মতোই এই তথ্যগুলিও আগেই প্রকাশ করবে, তা এখনও নিশ্চিত নয়।

Show Full Article
Next Story