DSLR ফেল, Google Pixel 7 Pro দুর্দান্ত ক্যামেরা ও Tensor G2 প্রসেসর সহ ভারতে লঞ্চ হল
Google Pixel 7 ফোনের সাথে আজ ভারতে লঞ্চ হল Google Pixel 7 Pro। ইতিমধ্যেই আমরা বেস ভ্যারিয়েন্ট সম্পর্কে আপনাদের...Google Pixel 7 ফোনের সাথে আজ ভারতে লঞ্চ হল Google Pixel 7 Pro। ইতিমধ্যেই আমরা বেস ভ্যারিয়েন্ট সম্পর্কে আপনাদের জানিয়েছি। এই প্রতিবেদনে আমরা প্রো মডেল সম্পর্কে জানাবো। স্ট্যান্ডার্ড মডেলের মতো প্রো মডেলে রয়েছে গুগল টেন্সর জি২ প্রসেসর। এছাড়া Google Pixel 7 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ এসেছে।
গুগল পিক্সেল ৭ প্রো ভারতে দাম (Google Pixel 7 Pro Price in India)
ভারতে গুগল পিক্সেল ৭ প্রো এর দাম শুরু হয়েছে ৮৪,৯৯৯ টাকা থেকে। ফোনটি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অবসিডিয়ান ব্ল্যাক, হ্যাজেল ও স্ন প্রো কালারে এসেছে। আগামী ১১ অক্টোবর Flipkart থেকে এর প্রি-অর্ডার শুরু হবে।
প্রি-বুকিং অফার হিসেবে, গুগল পিক্সেল ৭ প্রো ব্যাঙ্ক অফারে ৬৯,৯৯৯ টাকা থেকে মিলবে। সাথে পাওয়া যাবে ফ্রি স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন।
গুগল পিক্সেল ৭ প্রো স্পেসিফিকেশন ও ফিচার (Google Pixel 7 Pro Specifications and Features)
গুগল পিক্সেল ৭ প্রো ফোনে আছে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে গুগল টেন্সর জি২ প্রসেসর। এটি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Google Pixel 7 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর উপস্থিত। এগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রধান ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১০.৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা ৩০এক্স হাইব্রিড জুম, ম্যাক্রো ফোকাস, ওআইএস, রিয়েল টোন, মোশান ব্লার প্রভৃতি সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Google Pixel 7 Pro ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ওয়্যারলেস চার্জিং সহ ৩০ ওয়াট ওয়্যাড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 5G, 4G LTE, টাইটান এম২ চিপ, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৮ রেটিং, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট।