Google Pixel 7 Pro আসছে ১২ জিবি র্যাম ও টেন্সর জি২ প্রসেসরের সাথে
Google Pixel 7 সিরিজ আগামী ৬ অক্টোবর লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে বেস মডেল ও প্রো মডেল বাজারে আসবে। ফোনগুলি Tensor...Google Pixel 7 সিরিজ আগামী ৬ অক্টোবর লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে বেস মডেল ও প্রো মডেল বাজারে আসবে। ফোনগুলি Tensor G2 প্রসেসর সহ চালিত হবে বলে শোনা যাচ্ছিল। সেই দাবি সত্যি করে এই সিরিজের Google Pixel 7 Pro ফোনকে এখন একই প্রসেসর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেল। পাশাপাশি ফোনটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আসুন এগুলি জেনে নেওয়া যাক।
Google Pixel 7 Pro কে দেখা গেল Geekbench -এ
গিকবেঞ্চ থেকে জানা গেছে যে, গুগল পিক্সেল ৭ প্রো ফোনে অক্টা কোর টেন্সর জি২ প্রসেসর থাকবে, যার বেস ফ্রিকোয়েন্সি ১.৮০ গিগাহার্টজ। এই প্রসেসরে দুটি কর্টেক্স এক্স১ কোর, দুটি কর্টেক্স এ৭৬ কোর এবং চারটি কর্টেক্স এ৫৫ কোর থাকবে। এর সাথে মালি জি৭১০ জিপিইউ ব্যবহার করা হবে।
আবার গিকবেঞ্চে গুগল পিক্সেল ৭ প্রো ফোনকে ১২ জিবি র্যাম সহ দেখা গেছে। যদিও লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১০৬৮ ও ৩১৪৯ স্কোর করেছে।
Google Pixel 7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল ৭ প্রো ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওলেড ডিসপ্লে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল (Samsung GN1) প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ( Sony IMX38) ও ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (Samsung GM1)। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হতে পারে ১০.৪৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (Samsung 3J1)।