বিরাট ভুল? লঞ্চের আগে ছড়িয়ে পড়লো Google Pixel 7 Pro ফোনের আনবক্সিং ভিডিও

গত বছর অক্টোবর মাসে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল উন্মোচন করে তাদের Google Pixel 6 সিরিজের হ্যান্ডসেটগুলি। আবার এবছর...
Anwesha Nandi 6 Sept 2022 4:55 PM IST

গত বছর অক্টোবর মাসে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল উন্মোচন করে তাদের Google Pixel 6 সিরিজের হ্যান্ডসেটগুলি। আবার এবছর মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও ২০২২ (Google I/O 2022) ইভেন্ট চলাকালীন সংস্থা এর উত্তরসূরি Pixel 7 সিরিজটির বিষয়ে ঘোষণা করেছে৷ তখন থেকেই বহুল প্রত্যাশিত এই ফ্ল্যাগশিপ লাইনআপের ডিভাইসগুলিকে নিয়ে স্মার্টফোন অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জুন মাসে সিরিজের উচ্চতর মডেল, Pixel 7 Pro-এর একটি প্রোটোটাইপ অনলাইনে ফাঁস হয়, যা এই হ্যান্ডসেটের বেশ কিছু প্রধান বৈশিষ্ট্য তুলে ধরেছিল। শোনা যাচ্ছে, এটি পূর্বসূরি Pixel 6 Pro-এর তুলনায় বড় ডিসপ্লে এবং আরও মজবুত ব্যাটারির সাথে আসবে। এছাড়া, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলেও জানা গেছে। আর এখন Google Pixel 7 Pro মডেলের একটি আনবক্সিং ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যা লঞ্চের আগেই আসন্ন হ্যান্ডসেটের ডিজাইনটি স্পষ্টভাবে প্রকাশ করেছে। চলুন Pixel সিরিজের আপকামিং হ্যান্ডসেটটি আনবক্সিং ভিডিও থেকে কি কি তথ্য সামনে এল, সবিস্তারে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Google Pixel 7 Pro আনবক্সিং ভিডিও

গ্যাজেটফুল বিডির (Gadgetfull BD) সৌজন্যে পিক্সেল ৭ প্রো-এর একটি আনবক্সিং ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়েছে। মজার বিষয় হল, উল্লেখিত আনবক্সিং ভিডিওটি পিক্সেল ৭ প্রো-এর অফিসিয়াল উন্মোচনের আগেই ফেসবুকে আপলোড করা হয়েছে। আনবক্সিং ভিডিওতে দেখানো ডিভাইসটিতে পিক্সেল ৭ প্রো-এর অফিসিয়াল ডিজাইনের অনুরূপ ডিজাইন রয়েছে। এর রিয়ার প্যানেলে একটি অ্যালুমিনিয়াম ক্যামেরা স্ট্রিপ এবং একটি পিল-আকৃতির কাটআউট দেখা গেছে। এছাড়া, এতে সেন্সরগুলির জন্য একটি ছোট বৃত্তাকার কাটআউটও বর্তমান।

আবার, অনুভূমিক ক্যামেরা বারের ডানদিকে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। গুগল পিক্সেল ৭ প্রো-এ স্ক্রিন বুট করার পরে অফিসিয়াল অ্যানিমেশন সিকোয়েন্স চালু হয়। তাই, মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর একটি রিপোর্টে বলা হয়েছে যে, এটি প্রোটোটাইপ বা মকআপের পরিবর্তে একটি আসল অফিসিয়াল ইউনিট হতে পারে। এছাড়া, ফোনটির রিটেইল বক্সে ডকুমেন্টেশন এবং চার্জিং ওয়্যারও অন্তর্ভুক্ত থাকতেও দেখা গেছে। তবে, গুগল পিক্সেল ৭ প্রো-এর আনবক্সিং ভিডিওটি এর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

উল্লেখ্য, একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, Pixel 7 Pro-এর ডিসপ্লে ১,৪৪০ পিক্সেল বা ১,০৮০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। গুগল শীঘ্রই আনুষ্ঠানিকভাবে Pixel 7 লাইনআপের মূল্য এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story