ভারতে লঞ্চের আগে Google Pixel 7a-র লাইভ ইমেজ লিক, ডিজাইন, ফিচার্সে চোখ বুলিয়ে নিন

গুগল আই/ও ২০২৩ (Google I/O 2023) ইভেন্টটির সূচনা হতে চলেছে আগামী ১০ মে৷ গুগল তাদের এই বার্ষিক ডেভলপার ইভেন্টে বিশ্বের অধিকাংশ স্মার্টফোনের জন্য লেটেস্ট সফ্টওয়্যার…

গুগল আই/ও ২০২৩ (Google I/O 2023) ইভেন্টটির সূচনা হতে চলেছে আগামী ১০ মে৷ গুগল তাদের এই বার্ষিক ডেভলপার ইভেন্টে বিশ্বের অধিকাংশ স্মার্টফোনের জন্য লেটেস্ট সফ্টওয়্যার হিসাবে, অ্যান্ড্রয়েড ১৪ উন্মোচন করবে বলে জানা গেছে৷ এছাড়া, কোম্পানি ওইদিন একাধিক নতুন হার্ডওয়্যার প্রোডাক্টও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন কোম্পানিটির তরফে নিশ্চিত করা হয়েছে যে, তারা ইভেন্টে Google Pixel 7a এবং Pixel Fold স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাবে। এর মধ্যে সাশ্রয়ী মূল্যের Pixel 7a ফোনটি ভারতে আগামী ১১ মে লঞ্চ হতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে, আসন্ন হ্যান্ডসেটটির সম্পর্কে অনেক তথ্যই অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন একটি নতুন প্রতিবেদনে Pixel a-সিরিজের পরবর্তী প্রজন্মের মডেলটির কিছু লাইভ ইমেজ প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে এগুলি থেকে Google Pixel 7a সম্পর্কে কি কি তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক।

ফাঁস হল Google Pixel 7a লাইভ ইমেজ

টিপস্টার ইশান আগরওয়াল ও প্রাইসবাবা যৌথভাবে নয়া গুগল পিক্সেল ৭এ-এর কিছু লাইভ ছবি শেয়ার করেছে, যেগুলি আসন্ন গুগল স্মার্টফোনটিকে সকল কোণ থেকে প্রদর্শন করেছে। এর আগে ফাঁস হওয়া ডিজাইন রেন্ডারগুলি বেশিরভাগই ফোনের ফ্রন্ট এবং রিয়ার প্যানেলগুলিকে তুলে ধরেছিল। তবে এবার নতুন লাইভ ইমেজগুলি দেখায় যে পিক্সেল ৭এ-এর নিচের প্রান্তে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ডুয়েল স্পিকার থাকবে। ফোনের বাম প্রান্তে সিম কার্ড ট্রে উপস্থিত থাকবে, যেখানে ডান প্রান্তে পাওয়ার এবং ভলিউম বাটনগুলি অবস্থান করবে। এগুলি নির্দেশ করে যে, গুগল পিক্সেল ৭এ ডিজাইনের দিক থেকে পূর্বসূরি পিক্সেল ৬এ-এর মতোই হবে।

এর পাশাপাশি জানা গেছে যে, পিক্সেল ৭এ অন্তত তিনটি কালার অপশনে লঞ্চ হবে, এগুলি হল- চারকোল, ব্লু এবং আইস। এছাড়াও, গুগল পিক্সেল ফোনটির একটি কোরাল কালার ভ্যারিয়েন্টও থাকবে বলে শোনা যাচ্ছে। তবে, ফাঁস হওয়া মার্কেটিং মেটিরিয়ালে কোরাল কালারটির অস্তিত্ব নিশ্চিত করা হয়নি।

ইতিমধ্যেই, Pixel 7a-এর দামও প্রকাশ্যে এসেছে। সিঙ্গাপুরের এক রিটেইলারের কাছ থেকে জানা গেছে যে, ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭৪৯ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৬,০০০ টাকা)-এ লঞ্চ হবে। এছাড়াও, Pixel 7a-এর কেসগুলি হোয়াইট, জেড, কার্বন এবং ব্লু কালার অপশনগুলিতে উপলব্ধ হবে বলে জানা গেছে।

স্পেসিফিকেশন এবং ফিচারের ক্ষেত্রে, Pixel 7a-তে ৬.১ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরের দিকে একটি ওয়াটারড্রপ নচ থাকবে। স্ক্রিনটি ফ্ল্যাট হবে এবং চারপাশে মোটামুটি স্লিম বেজেল দেখা যাবে। এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে, যা Pixel 6a-এর ৬০ হার্টজের ডিসপ্লের তুলনায় একটি আপগ্রেড হবে। ডিভাইসটি কোম্পানির ইন-হাউস টেনসর জি২ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকবে। Pixel 7a অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Google Pixel 7a-এর রিয়ার প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। নিরাপত্তার জন্য, গুগলের ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Pixel 7a-তে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। পরিশেষে, ফোনটির ওজন হবে প্রায় ১৯৩.৫ গ্রাম এবং পরিমাপ ১৫২ x ৭২.৯ x ৯.০ মিলিমিটার হবে।