DSLR এর Sony ক্যামেরা সেন্সর এবার Google Pixel 7a স্মার্টফোনে, থাকবে Tensor G2 প্রসেসর
আগামী ১০ই মে Google I/O 2023 টেক ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বলে হালফিলে নিশ্চিত করে টেক জায়ান্টটির সিইও সুন্দর পিচাই। আর...আগামী ১০ই মে Google I/O 2023 টেক ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বলে হালফিলে নিশ্চিত করে টেক জায়ান্টটির সিইও সুন্দর পিচাই। আর এই একই দিনে সংস্থাটি তাদের লেটেস্ট স্মার্টফোন Google Pixel 7a -এর উপর থেকে পর্দা সরাবে বলে গুঞ্জন রয়েছে। আর আজ, অর্থাৎ আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করার দুই মাস আগেই ডিভাইসটির স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই তথ্য ফাঁসের নেপথ্যে রয়েছেন প্রখ্যাত টিপস্টার দেবায়ন রায় (Debayan Roy)। টুইটারে এই টিপস্টার, Google বিকশিত আসন্ন হ্যান্ডসেটটির হ্যান্ডস-অন ইমেজ সহ এর ডিসপ্লে ফিচার, প্রসেসর ভার্সন, ক্যামেরা ফ্রন্ট, সফ্টওয়্যার এবং চার্জিং স্পিড সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এনেছেন। আর ইতিমধ্যেই যেহেতু Pixel 7a ফোনের রেন্ডার সামনে এসে গেছে, সেহেতু ডিভাইসটির ডিজাইন আমরা দেখতে পেয়েছি।
আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 7a স্মার্টফোনের ফিচার
মাইক্রোব্লগিং সাইট টুইটারে টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন , আপকামিং গুগল পিক্সেল ৭এ স্মার্টফোন ৬.১-ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল সহ আসবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এক্ষেত্রে ইতিমধ্যেই ফাঁস হওয়া রেন্ডারে ফোনটির ডিসপ্লের উপরিভাগে মধ্যিখানে পাঞ্চ-হোল কাটআউট দেখা গিয়েছে, যার মধ্যে সেলফি ক্যামেরা অবস্থান করবে। এদিকে টিপস্টার প্রদত্ত তথ্য অনুসারে, উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য হ্যান্ডসেটটি গুগল এবং স্যামসাংয়ের যৌথ অংশীদারিত্বে নির্মিত টেনসর জি২ (Tensor G2) প্রসেসরের সাথে আসতে পারে। জানিয়ে রাখি, এই একই প্রসেসর ফ্ল্যাগশিপ Pixel 7 সিরিজেও রয়েছে। এছাড়া উক্ত ডিভাইসটি LPDDR5 র্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজ অফার করবে। আর অপারেটিং সিস্টেম Pixel 7a ফোনে স্টক অ্যান্ড্রয়েড ১৩ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
গুগলের এই আসন্ন স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি - ৬৪ মেগাপিক্সেল Sony IMX787 প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হতে পারে। এক্ষেত্রে জানিয়ে রাখি, Sony IMX787 CMOS Exmor RS হল একটি ফ্ল্যাগশিপ ইমেজ সেন্সর, যা হাই-ডায়নামিক রেঞ্জে লো-লাইট শট ক্যাপচারে সক্ষম। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরার রেজোলিউশন সম্পর্কিত তথ্য এখনো আমাদের অজানা। তবে পিক্সেল ৭এ ফোনে পূর্বসূরি Pixel 7 এবং Pixel 7 Pro মডেলের ন্যায় ১০.৮ মেগাপিক্সেল বা তার থেকে সামান্য উন্নত রেজোলিউশন সমর্থিত লেন্স দেওয়া হতে পারে বলে আমাদের অনুমান। যাইহোক লিক অনুসারে, এই হ্যান্ডসেট ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। যদিও ব্যাটারি ক্যাপাসিটি কত থাকছে তা এই মুহূর্তে অস্পষ্ট।
প্রসঙ্গত, ফাঁস হওয়া রেন্ডারের দৌলতে আসন্ন Google Pixel 7a স্মার্টফোনের ডিজাইনের ধারণা আমরা পেয়ে গিয়েছি। আলোচ্য মডেলের ব্যাক প্যানেলে অনুভূমিক স্ট্রিপ বাম্প দেখা যাবে, যার মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ বিদ্যমান থাকবে। রেন্ডারে, পাওয়ার বাটন এবং ভলিউম রকারকে ডিভাইসের ডান দিকে দেখা গেছে। সিম ট্রে থাকছে বাম প্রান্তে। আর Pixel 7a স্মার্টফোনের নিম্নভাগে ইউএসবি টাইপ-সি পোর্ট অবস্থান করবে, যার ঠিক পাশেই স্পিকার গ্রিল দেখা যাবে।