Google Pixel 8 Pro: প্রিয়জনের কাছে বার্তা পাঠানো আরও সহজ করছে Google, নয়া ফিচারে মুশকিল আসান

গুগল (Google) তাদের বহুল প্রত্যাশিত Pixel 8 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও কোম্পানি এখনও এই ফ্ল্যাগশিপগুলির সঠিক লঞ্চের তারিখটি নিশ্চিত করেনি, তবে…

গুগল (Google) তাদের বহুল প্রত্যাশিত Pixel 8 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও কোম্পানি এখনও এই ফ্ল্যাগশিপগুলির সঠিক লঞ্চের তারিখটি নিশ্চিত করেনি, তবে শোনা যাচ্ছে যে নতুন ফোনগুলি সম্ভবত অক্টোবরের শেষের দিকে বাজারে আত্মপ্রকাশ করবে। Google Pixel 8 সিরিজের অফিসিয়াল লঞ্চের আগেই অনলাইনে ডিভাইসগুলির স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন একটি সূত্র মারফৎ জানা গেছে যে, Pixel 8 সিরিজে এমন একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে, যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের কন্ঠস্বর ব্যবহার করে ফোনের মেসেজ নোটিফিকেশনগুলিতে প্রতিক্রিয়া জানাতে পারবেন। আসুন এই বিশেষ ফিচারটির কার্যপ্রণালী সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

কিভাবে কাজ করবে Google Pixel 8 সিরিজের এই নয়া ফিচার?

প্রযুক্তি বিশারদ মিশাল রহমান জানিয়েছেন যে, গুগল পিক্সেল ৮ সিরিজের হ্যান্ডসেটগুলিতে যখন মেসেজ নোটিফিকেশন আসবে, তখন ব্যবহারকারীরা গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে একটি উত্তর পাঠাতে ফোনকে নির্দেশ দিতে পারবেন। যেমন, “হে গুগল, রিপ্লাই।” এটি একটি মেসেজ টাইপ কমান্ড খুলে দেবে এবং ইউজার তার ভয়েসকে টেক্সট হিসাবে ব্যবহার করে, একটি মেসেজের ড্রাফট তৈরি করতে পারেন এবং গ্রহীতার নাম বলে বার্তাটি সরাসরি তাকে পাঠাতে পারেন।

এই ফিচারটি যথেষ্ট সহায়ক হবে বলে মনে করা হচ্ছে, কেননা এইভাবে মেসেজের রিপ্লাই করতে ইউজারদের ফোন স্পর্শ করারও প্রয়োজন পড়বে না৷ এটি সময় বাঁচানোর পাশাপাশি ফোন আনলক করার এবং মেসেজ টাইপ করার ঝামেলা থেকে বাঁচাবে।তবে মিশাল রহমান এও বলেছেন যে, লঞ্চের সময় থেকেই Pixel 8-এ এই বৈশিষ্ট্যটি তাতে থাকবে কিনা, তা এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

গুগল রিপ্লাই ফিচারটি পরে পিক্সেল ফোনের আপডেটের মাধ্যমেও চালু করতে পারে। তবে যাই হোক না কেন, আসন্ন পিক্সেল সিরিজের একটি হাইলাইট হয়ে উঠতে পারে এই নয়া ফিচার। উল্লেখ্য, Google Pixel 8 ম্যাজিক অডিও ইরেজার নামে আরেকটি নতুন ফিচারও নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, যার দ্বারা রেকর্ড করা ভিডিও ক্লিপগুলি থেকে অবাঞ্ছিত ব্যাকগ্রাউন্ড নয়েজ বাদ দেওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন