iPhone 15-কে টেক্কা দিতে Google আনল Pixel 8, 2030 সাল পর্যন্ত পাবে Android আপডেট

গুগল আজ তাদের বার্ষিক হার্ডওয়্যার ইভেন্টের আয়োজন করেছিল। সেখানে ফ্ল্যাগশিপ Google Pixel 8 সিরিজ এবং Pixel Watch 2...
Ananya Sarkar 4 Oct 2023 11:28 PM IST

গুগল আজ তাদের বার্ষিক হার্ডওয়্যার ইভেন্টের আয়োজন করেছিল। সেখানে ফ্ল্যাগশিপ Google Pixel 8 সিরিজ এবং Pixel Watch 2 স্মার্টওয়াচ আত্মপ্রকাশ করেছে। Google Pixel 8 এবং Pixel 8 Pro গত বছরের Pixel 7 এবং 7 Pro মডেলের আপগ্রেড। পুরনো মডেলগুলির তুলনায় বেশ কিছু চিত্তাকর্ষক বৈশিষ্ট্য আছে এতে। Google Pixel 8-এ ওলেড ডিসপ্লে, Google Tensor G3 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৪৮৫ এমএএইচ ব্যাটারি বর্তমান। চলুন এই প্রতিবেদনে স্ট্যন্ডার্ড পিক্সেল ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Google Pixel 8-এর স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৮ ফোনটি আগের পিক্সেল ফোনের মতোই ডিজাইন অফার করে। তবে, এতে সামান্য বৃত্তাকার কোণ এবং সামগ্রিকভাবে ছোট ফুটপ্রিন্ট রয়েছে। ডিভাইসটিতে রিয়ার ক্যামেরা সেন্সরগুলির জন্য পিল-আকৃতির কাটআউট সহ একটি অনুভূমিক ক্যামেরা ব্রিজ রয়েছে। গুগল পিক্সেল ৮-এর সামনে ৬.১৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর সাপোর্ট অফার করে। স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, গুগল পিক্সেল ৮ মডেলটি ৩ ন্যানোমিটার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে গুগলের নিজস্ব টেনসর জি৩ চিপসেটের সাথে এসেছে। এছাড়াও এতে টাইটান এম২ নামের সিকিউরিটি চিপ ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করবে।

উল্লেখ্য, গুগল পিক্সেল বরাবরই ক্যামেরার জন্য ব্যাপকভাবে সমাদৃত। Google Pixel 8-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের Samsung ISOCELL GN2 প্রাইমারি সেন্সর রয়েছে। ক্যামেরা সেটআপের মধ্যে প্রধান ক্যামেরাটি একটি ১২ মেগাপিক্সেলের Sony IMX386 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত, যা ম্যাক্রো ফোকাসও অফার করে। এছাড়াও টিওএফ (ToF) সেন্সরটিও আপগ্রেড করা হয়েছে। ফোনটির সামনে, পূর্বসূরির মতো একই ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। স্মার্টফোনটি 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম। Google Pixel 8 স্ট্যাগার্ড এইচডিআর, ফেস আনব্লার, সুপার রেস জুম, অডিও ম্যাজিক ইরেজার সহ বিভিন্ন ফটোগ্রাফি ফিচার অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Google Pixel 8 ফোনটি ২৪ ওয়াট ওয়্যার্ড এবং ১৮ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৪৮৫ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Pixel 8 সিরিজ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে এবং গুগল ফোনগুলিতে দীর্ঘ ৭ বছরের ওএস আপডেট এবং সিকিউরিটি প্যাচ প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

Google Pixel 8-এর মূল্য এবং লভ্যতা

Google Pixel 8 হেজেল, রোজ এবং অবসিডিয়ান-এর মতো আকষর্ণীয় কালার অপশনে পাওয়া যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটির প্রারম্ভিক মূল্য ৬৯৯ ডলার (প্রায় ৫৮,২১৫ টাকা), যেখানে ভারতে এর বেস ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৫,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৮২,৯৯৯ টাকা। স্মার্টফোনটি প্রি-অর্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর আগামী ১২ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।

Show Full Article
Next Story