Pixel 9 সিরিজ লঞ্চের পর স্মার্টফোনের দাম 7000 টাকা কমাল Google, কিনবেন নাকি

Pixel 9 সিরিজ আত্মপ্রকাশ করতেই ভারতে Pixel 8, Pixel 8 Pro, Pixel 8a, এবং Pixel 7a স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা করল Google। দেশে রিলিজ হওয়ার…

google pixel 8 pixel 8 pro pixel 8a pixel 7a prices slashed in india after pixel 9 launch

Pixel 9 সিরিজ আত্মপ্রকাশ করতেই ভারতে Pixel 8, Pixel 8 Pro, Pixel 8a, এবং Pixel 7a স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা করল Google। দেশে রিলিজ হওয়ার পর এই প্রথম ফোনগুলির দাম অফিশিয়ালি কমানো হয়েছে। Pixel 8 Pro মডেলটির দাম সর্বাধিক কমেছে। এটি ৭,০০০ টাকা সস্তায় কেনা যাবে। তারপরেই রয়েছে Pixel 8। এটির দাম ৫,০০০ টাকা হ্রাস পেয়েছে। আর Pixel 7a ও Pixel 8a যথাক্রমে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা সস্তা হয়েছে।

Pixel 8-এর ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ছিল যথাক্রমে ৭৫,৯৯৯ টাকা ও ৮২,৯৯৯ টাকা। দাম কমার ফলে ফোন দু’টি কিনতে এখন খরচ হবে যথাক্রমে ৭১,৯৯৯ টাকা ও ৭৭,৯৯৯ টাকা। Pixel 8 Pro ফোনটির ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনের নতুন দাম হয়েছে ৯৯,৯৯৯ টাকা ও ১,০৬,৯৯৯ টাকা।

Pixel 8a স্মার্টফোনটির ১২৮ জিবি ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৫২,৯৯৯ টাকা ও ৫৯,৯৯৯ টাকা থেকে কমে বর্তমানে হয়েছে ৪৯,৯৯৯ টাকা ও ৫৬,৯৯৯ টাকা। এছাড়া, গুগলের আরও এক ফোন, Pixel 7a-এর ১২৮ জিবি মডেলের দাম ৪৩,৯৯৯ টাকা থেকে কমে এখন ৪১,৯৯৯ টাকায় এসে দাঁড়িয়েছে।

জানিয়ে রাখি, গুগল তাদের প্রথম মেড-ইন-ইন্ডিয়া স্মার্টফোন খুব সম্প্রতি প্রোডাকশন লাইন থেকে রোল আউট করেছে। পিক্সেল ৮ ফোনটি তারা ভারতে অ্যাসেম্বল করছে৷ বর্তমানে পিক্সেল ৮ সিরিজের সমস্ত স্মার্টফোন চীন ও ভিয়েতনাম থেকে আমদানি করে গুগল। উচ্চ কাস্টম ডিউটির জন্য তাদের ফোনের দাম বেশি। তবে লোকাল ম্যানুফ্যাচকারিং হওয়ার কারণে ধীর ধীরে দাম কমবে বলে আশা করা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন