পুজোর আনন্দ এবার Google-এর সাথে, Pixel 8 সিরিজ কিনতে পারবেন এই তারিখ থেকে

চলতি বছর গুগলের বার্ষিক ‘মেড বাই গুগল’ (Made by Google) ইভেন্টটি নিউইয়র্কে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে। আজই মার্কিন প্রযুক্তি সংস্থাটি তাদের অফিসিয়াল ইউটিউব…

চলতি বছর গুগলের বার্ষিক ‘মেড বাই গুগল’ (Made by Google) ইভেন্টটি নিউইয়র্কে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে। আজই মার্কিন প্রযুক্তি সংস্থাটি তাদের অফিসিয়াল ইউটিউব (YouTube) হ্যান্ডেলে একটি টিজার ভিডিও আপলোড করেছে, যা আগামী মাসে Pixel 8, Pixel 8 Pro, Pixel Watch 2 এবং Pixel Buds Pro-এর আগমনকে সুনিশ্চিত করেছে। ইতিমধ্যেই প্রচুর রিপোর্ট আসন্ন ফ্ল্যাগশিপ Pixel স্মার্টফোনগুলির সম্পর্কে বহু তথ্য প্রকাশ করেছে। আর এখন কোম্পানি ভারতে Google Pixel 8 সিরিজের লঞ্চ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

Google Pixel 8 সিরিজ শীঘ্রই লঞ্চ হতে চলেছে ভারতে

গুগলের ভারতীয় শাখা তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে ঘোষণা করেছে যে পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো স্মার্টফোন সমন্বিত গুগল পিক্সেল ৮ সিরিজটি এদেশে লঞ্চ হবে। আসন্ন ডিভাইসগুলি যথাক্রমে গত বছরের পিক্সেল ৭ এবং ৭ প্রো-এর উত্তরসূরি হিসেবে আসবে। এক্ষেত্রে জানিয়ে রাখা গুরুত্বপূর্ণ যে, ২০১৮ সালে গুগল পিক্সেল ৩ লঞ্চ হওয়ার পর ভারতে পিক্সেল স্মার্টফোনের তিনটি প্রজন্ম উন্মোচন করা হয়নি। তারপর গত বছর কোম্পানিটি চার বছর পর পিক্সেল ৭ সিরিজটি এদেশে নিয়ে আসে।

এছাড়াও গুগল বলেছে যে, পিক্সেল ৮ সিরিজটির প্রি-অর্ডারের প্রক্রিয়া আগামী ৫ অক্টোবর থেকে এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট (Flipkart)-এ শুরু হবে। এই ই-কমার্স প্ল্যাটফর্মটি দীর্ঘ কয়েক বছর ধরে গুগলের সমস্ত পিক্সেল ফোনের অনলাইন রিটেইল পার্টনার হিসেবে রয়েছে। ভারতে পিক্সেল ৮ সিরিজের মূল্য এবং সেলের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে আশা করা যায় যে গুগল আগামী ৪ অক্টোবরের গ্লোবাল ইভেন্টের শেষে ভারতীয় বাজারের জন্য এই স্মার্টফোনগুলির দাম ঘোষণা করবে।

উল্লেখ্য, আগের প্রজন্মের মতোই Google Pixel 8 এবং 8 প্রো-এ সামান্য ভিন্ন স্পেসিফিকেশন থাকবে এবং বলাই বাহুল্য ‘Pro’ মডেলটি দুটি ডিভাইসের মধ্যে বেশি প্রিমিয়াম ডিভাইস হবে। উভয় হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে পিল-আকৃতির কাটআউটের মধ্যে একটি অনুভূমিকভাবে সজ্জিত ব্রিজ হাউজিং ক্যামেরা সেন্সর সহ একইরকমের ডিজাইন দেখা যাবে। টিজার ভিডিওটি জল্পনা সত্যি প্রমাণ করে Pixel 8 Pro-এ থার্মোমিটার সেন্সরের উপস্থিতিও নিশ্চিত করেছে। স্ট্যান্ডার্ড Pixel 8-কে একটি পিঙ্ক কালার অপশনে টিজ করা হয়েছে, যেখানে প্রো মডেলটিকে পোর্সেলিন অপশনে দেখা গেছে।