বুধবার লঞ্চের আগেই Google Pixel 8 ও Pixel 8 Pro-র সমস্ত ফিচার্স লিক, কী কী চমক থাকবে জানুন
গুগল (Google) অক্টোবর মাসের শুরুতেই Pixel 8 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী ৪ অক্টোবর, বুধবার...গুগল (Google) অক্টোবর মাসের শুরুতেই Pixel 8 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী ৪ অক্টোবর, বুধবার অফিসিয়াল লঞ্চের আগেই এখন স্ট্যান্ডার্ড Google Pixel 8 এবং Google Pixel 8 Pro-এর প্রোডাক্ট পেজ প্রকাশ্যে এসে দুই হ্যান্ডসেটের প্রচুর তথ্য ফাঁস করেছে। এটি সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেছে, যার মধ্যে স্ক্রিনের আকার, রিফ্রেশ রেট, ক্যামেরার বিবরণ, ডিজাইন ওকালার অপশন রয়েছে।
Google Pixel 8-এর স্পেসিফিকেশন এবং মূল্য (সম্ভাব্য)
টিপস্টার ইভান ব্লাসের শেয়ার করা প্রোডাক্ট পেজ অনুসারে, গুগল পিক্সেল ৮-এ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। বর্তমান প্রজন্মের পিক্সেল ৭ মডেলটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বিবেচনা করলে উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে এটি। স্ক্রিনের ওপরে ও দুই ধারে স্লিম বেজেল থাকলেও নীচের বেজেল তুলনামূলক পুরু হবে। স্ক্রিনের শীর্ষ-কেন্দ্রে একটি পাঞ্চ-হোল ক্যামেরা থাকবে। স্মার্টফোনটি গুগলের নিজস্ব টেনসর জি ৩ প্রসেসরে চলবে।
ফটোগ্রাফির জন্য, পিক্সেল ৮-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অটোফোকাস সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। ফোনের সামনে একটি ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। সবকটি ক্যামেরা ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে 4K ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়াও, স্মার্টফোনটি ফটো আনব্লার, ম্যাজিক ইরেজার, বেস্ট টেক, ম্যাফ্রো ফোকাস এবং ৮x সুপার রেস জুমের মতো ফটোগ্রাফিক ফিচার্স সাপোর্ট করবে।
ফোনটিতে একটি ফাস্ট চার্জিং ২৪-ঘন্টা ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক এবং আইপি৬৮ (IP68) রেটিংও থাকবে। যদিও ফাঁস হওয়া প্রোডাক্ট পেজে Google Pixel 8-এর দাম উল্লেখ করা নেই, তবে আশা করা যায়, ফোনটি Pixel 7-এর চেয়ে বেশি ব্যয়বহুল হবে। ইউরোপীয় বাজারে ফোনটির দাম হতে পারে ৭৯৯ ইউরো (প্রায় ৭০,২০০ টাকা)।
Pixel 8 Pro-এর স্পেসিফিকেশন এবং দাম (সম্ভাব্য)
Google Pixel 8 Pro ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির স্ক্রিন অফার করবে। ফোনটিতে স্ট্যান্ডার্ড Pixel 8-এর চেয়ে স্লিম চিন রয়েছে বলে মনে করা হচ্ছে। এতেও Google Tensor G3 চিপসেট থাকবে। ক্যামেরার ক্ষেত্রে, Pro ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫x অপটিক্যাল জুম সহ একটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সর ও আপগ্রেডেড অটোফোকাস সহ একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর অবস্থান করবে৷ আর ফোনের সামনে একই ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।
এছাড়া, ব্যবহারকারীরা Pixel 8 Pro-এ শাটারের গতি, হোয়াইট ব্যালেন্স, আইএসও (ISO) এবং ফোকাস রেঞ্জ অ্যাডজাস্ট করে জন্য প্রো কন্ট্রোল পাবেন। তারসাথে এটি ৩০x সুপার রেস জুম সাপোর্ট করবে। প্রোডাক্ট পেজটি নিশ্চিত করেছে যে ফোনটি থার্মোমিটার সহ আসবে এবং পূর্ববর্তী রিপোর্টগুলি ইঙ্গিত করেছিল যে এটি ইউজারদের তাদের ত্বকের তাপমাত্রা নিরীক্ষণ করতে সহায়তা করবে। তবে একাধিক অত্যাধুনিক ফিচার ও আপগ্রেড সম্বলিত Google Pixel 8 Pro যথেষ্ট ব্যয়বহুল হবে। এটির দাম ১,০৯৯ ইউরো (প্রায় ৯৬,০০০ টাকা) হতে পারে।
উল্লেখ্য, টিপস্টার ইভান ব্লাস স্মার্টফোনের কিছু প্রোমোশনাল ব্যানারও শেয়ার করেছেন, যা নির্দেশ করে যে কোম্পানি Google Pixel 8-এর সাথে Pixel Buds Pro ইয়ারবাড এবং Google Pixel 8 Pro-এর সাথে Pixel Watch 2 স্মার্টওয়াচটি বিনামূল্যে অফার করবে।