Google Pixel 8 Pro: গুগল আনছে থার্মোমিটারযুক্ত স্মার্টফোন, জানুন কীভাবে মাপবে শরীরের তাপমাত্রা
সম্ভবত চলতি বছরের অক্টোবর মাসেই বাজারে আসতে চলেছে Google Pixel 8 এবং Google Pixel 8 Pro। এরমধ্যে গত মার্চ মাসে প্রো...সম্ভবত চলতি বছরের অক্টোবর মাসেই বাজারে আসতে চলেছে Google Pixel 8 এবং Google Pixel 8 Pro। এরমধ্যে গত মার্চ মাসে প্রো মডেলের সিএডি রেন্ডার (ছবি) সামনে আসে, যেখান থেকে এই ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ পায়। জানা যায়, Google Pixel 8 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরার পাশাপাশি একটি নতুন সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। টিপস্টার Wojciechowski এর থেকে তথ্য নিয়ে ৯১ মোবাইলস একটি রিপোর্টে বলেছে যে, নতুন সেন্সরটি হল একটি ইন-বিল্ট থার্মোমিটার, যেটি শরীরের তাপমাত্রা নির্ণয় করতে সাহায্য করবে।
ফোনে থাকবে ইন বিল্ট থার্মোমিটার
টিপস্টারের পাশাপাশি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে দাবি করা হয় যে, আসন্ন Google Pixel 8 Pro শরীরের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা যেতে পারে। যদিও পড়ে ছবিগুলি সরিয়ে ফেলা হয়। তবে ৯১ মোবাইলস বলেছে যে, এই ফোনের মধ্যে থাকা থার্মোমিটার কোনো ব্যক্তি সহ যেকোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে সক্ষম।
কিভাবে Google Pixel 8 Pro তাপমাত্রা নির্ণয় করবে
রিপোর্ট অনুযায়ী, ক্যামেরার এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে থাকা থার্মোমিটারে মাথা অথবা ত্বক স্পর্শ করাতে হবে। আর ব্যবহারকারীকে এটাও খেয়াল রাখতে হবে যে সেই সময় মোবাইল স্ক্রিনে কোনভাবেই যেন স্পর্শ না হয় অথবা ফোনের আশেপাশে অন্য কোনো জিনিস না থাকে। তাহলে সেন্সারটি সঠিক তাপমাত্রা নির্ণয় করতে পারবে না।
স্ক্রিনে স্টার্ট বাটনে ক্লিক করার ৫ সেকেন্ডের মধ্যেই সেন্সরের কাছে ত্বক অথবা মাথা নিয়ে যেতে হবে এবং তারপর ফোনের স্ক্রিনে শরীরের তাপমাত্রা দেখা যাবে।