ফাটাফাটি ক্যামেরার সাথে প্রিমিয়াম ফিচার, 9000 টাকা ডিসকাউন্ট সহ আজ কেনা যাবে Google Pixel 8 ও Google Pixel 8 Pro

আপনি যদি ফিচারে ঠাসা কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন তাহলে সুখবর! আসলে Google Pixel 8 সিরিজের স্মার্টফোনের প্রথম...
techgup 12 Oct 2023 2:38 PM IST

আপনি যদি ফিচারে ঠাসা কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন তাহলে সুখবর! আসলে Google Pixel 8 সিরিজের স্মার্টফোনের প্রথম সেল শুরু হচ্ছে আজ (১২ অক্টোবর) থেকে। চলতি মাসের শুরুতে ভারতের বাজারে Pixel 8 সিরিজ লঞ্চ করে Google। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন আছে - Google Pixel 8 ও Google Pixel 8 Pro । দুটি স্মার্টফোনই আজ ভারতে প্রথমবারের মতো বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। উভয় মডেলই গুগলের ইন-হাউস টেনসর জি৩ প্রসেসরের সাথে এসেছে। আবার এই স্মার্টফোনগুলিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষাসহ ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে‌।

Google Pixel 8 ও Google Pixel 8 Pro এর দাম ও অফার

আজ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে গুগল পিক্সেল ৮ সিরিজ। ভারতে গুগল পিক্সেল ৮ এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮২,৯৯৯ টাকা। অন্যদিকে, গুগল পিক্সেল ৮ প্রো এর একমাত্র ১২ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,০৬,৯৯৯ টাকা।

লঞ্চ অফারের কথা বললে, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টে Google Pixel 8 কিনলে ক্রেতারা ৮,০০০ টাকা ছাড় পাবেন। যারা Google Pixel 8 Pro কিনবেন তাদের ৯০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এ ছাড়া গুগল পিক্সেল ৮ সিরিজের ক্রেতারা গুগল পিক্সেল ওয়াচ ২ কিনতে পারবেন ১৯,৯৯০ টাকায় এবং গুগল পিক্সেল বাডস প্রো কিনতে পারবেন ৮,৯৯০ টাকায়।

Google Pixel 8 এর স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৮ ফোনে আছে ৬.২ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন (১০৮০×২৪০০ পিক্সেল), ৬০-১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০০০ নিটস পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে গুগল টেন্সর জি৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে ৭ বছর সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Google Pixel 8 ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এতে পাওয়া যাবে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ২৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪৫৭৫ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যামার এবং ফেস আনলকও উপস্থিত।

Show Full Article
Next Story