Google-এর গোপন রাখার প্রচেষ্টা জলে গেল, এবার কারখানা থেকে নতুন ফোনের ছবি ফাঁস

Google Pixel 8 সিরিজ এই সপ্তাহেই গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। গুগল আগামী ৪ অক্টোবর তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন...
techgup 2 Oct 2023 7:13 PM IST

Google Pixel 8 সিরিজ এই সপ্তাহেই গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। গুগল আগামী ৪ অক্টোবর তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Google Pixel 8 এবং Pixel 8 Pro মডেল দুটি লঞ্চ করবে। যথারীতি এই বহু প্রতীক্ষিত হ্যান্ডসেটগুলি সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর অফিসিয়াল ঘোষণার ঠিক আগে, Google Pixel 8 Pro-এর আনবক্স করার ছবি শেয়ার করেছে, যা আসন্ন স্মার্টফোনটির ডিজাইনটি স্পষ্টভাবে তুলে ধরেছে। ছবিগুলি থেকে কি কি নতুন তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল Google Pixel 8 Pro-এর আনবক্সিং ইমেজ

মার্কিন সার্চ ইঞ্জিন কোম্পানির নতুন গুগল পিক্সেল ৮ প্রো স্মার্টফোনটির আনবক্সিংয়ের বেশ কয়েকটি ছবি প্রদর্শন করা হয়েছে। এই ছবিগুলি দেখায় যে, ফোনটি শেষ কোয়ালিটি চেকের সময় ফ্যাক্টরি সেটিংসে রান করছে৷ প্রসঙ্গত, এই প্রক্রিয়াটি কারখানায় একটি স্মার্টফোন বাক্সবন্দী হওয়ার আগের শেষ ধাপ। ছবিগুলি ফেসবুকে ফাঁস হয়েছে।

Google pixel 8 pro unboxing images leaked

এছাড়াও ছবিগুলি নির্দেশ করেছে যে, গুগল পিক্সেল ৮ প্রো ওবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনের পাশাপাশি পোর্সেলিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যদিও ছবিগুলি সেরা মানের নয়, কিন্তু তাও এতে ফোনের ম্যাট রিয়ার প্যানেলের মতো নতুন ডিজাইন শৈলী দেখা গেছে। মনে করা হচ্ছে যে, চার্জার সহ গুগল পিক্সেল ৮ প্রো-এর প্যাকেজিং বক্সে ইউএসবি টাইপ-সি কেবল এবং গুগলের কুইক স্যুইচ অ্যাডাপ্টার অন্তর্ভুক্ত করা হতে পারে।

জানিয়ে রাখি, Google Pixel 8 Pro স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি আগামী ৪ অক্টোবর ৮৯৯ ডলার (প্রায় ৭৪,৮০০ টাকা) মূল্যে লঞ্চ হতে চলেছে। এতে Google Tensor G3 প্রসেসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ লম্বা ৬.৭ ইঞ্চির এলটিপিও ২কে+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্ভবত বড় ৫,০৫০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৩ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে পারে।

Show Full Article
Next Story