Google-এর মাথায় সেরার মুকুট, পেছনে Samsung, Apple! কোম্পানির এই ফোন বিকোলো 1 কোটি ইউনিট

MWC 2024: এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট তথা MWC 2024-এ বিভিন্ন স্মার্টফোন কোম্পানি একের পর এক আধুনিক প্রযুক্তির ওপর থেকে পর্দা সরাচ্ছে। তবে এই মঞ্চেই…

MWC 2024: এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট তথা MWC 2024-এ বিভিন্ন স্মার্টফোন কোম্পানি একের পর এক আধুনিক প্রযুক্তির ওপর থেকে পর্দা সরাচ্ছে। তবে এই মঞ্চেই নিজের তথাকথিত ‘পুরোনো’ ফোনের জন্য বড় সম্মান পেল অ্যান্ড্রয়েড নির্মাতা Google। বিশ্বের অন্যতম বড় এই প্রযুক্তি কোম্পানি কয়েক মাস আগে তাদের লেটেস্ট ফোন লঞ্চ করে বেশ হইচই ফেলেছিল। সম্প্রতি তাদের সেই Google Pixel 8 Series-ই গত বছর অর্থাৎ ২০২৩ সালের সেরা স্মার্টফোন হিসেবে পুরস্কার পেয়েছে। কিছু মাস আগে লঞ্চ হলেও এই সিরিজের ফোনগুলি পুরষ্কারের মুখ দেখেছে তাদের দুর্দান্ত পারফরম্যান্স এবং শক্তিশালী ফিচারের জন্য।

আসলে ইভেন্টে জানুয়ারী ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩-এর মধ্যে লঞ্চ হওয়া ডিভাইসগুলির মধ্যে কয়েকটি মডেলকে বেছে ২০২৩ সালের বেস্ট স্মার্টফোন লিস্টে রাখা হয়। এখানেই ছক্কা হাঁকিয়েছে গুগল – তাদের নতুন পিক্সেল সিরিজটি প্রচুর মানুষ পছন্দ করেছেন এবং সেই কারণে গত বছর এর প্রায় ১০ মিলিয়ন (প্রায় ১ কোটি) শিপিং হয়েছে। এক্ষেত্রে সেরার দৌড়ে তথা তালিকায় বিকল্প হিসেবে ছিল iPhone 15 Pro সিরিজ, OnePlus Open, Samsung Galaxy S23 সিরিজ এবং Galaxy Z Flip 5-এর মতো জনপ্রিয় ফোনও। কিন্তু ইনডিপেন্ডেন্ট অ্যানালিস্ট, জার্নালিস্ট এবং ইনফ্লুয়েন্সাররা সমস্ত দিক দেখে সেরার খেতাব দিয়েছেন গুগল পিক্সেল ৮ সিরিজকেই।

Google Pixel 8 সিরিজের বিশেষত্ব কী?

ভ্যানিলা গুগল পিক্সেল ৮ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,০০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.১৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে টেনসর জি৩ চিপসেট, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দিয়ে সজ্জিত। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৪৮৫ এমএএইচ ব্যাটারি মিলবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

গুগলের পিক্সেল ৮ প্রো মডেলে ১২০ হার্টজ ৬.৭ ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব টেন্সর জি৩ প্রসেসর, যার সাথে১২ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত (মার্কিন যুক্তরাষ্ট্রে) ইন্টারনাল স্টোরেজ মিলবে। একইভাবে এই ফোনে ৫,০৫০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। আবার ফটোগ্রাফির জন্য এটি অফার করবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর বিশিষ্ট ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

প্রসঙ্গত উল্লেখ্য, দুটি ফোনই ৫জি (5G) কানেক্টিভিটির সাথে আসে।

Google Pixel 8 সিরিজের দাম

গুগল পিক্সেল ৮ সিরিজের দুটি ফোনই প্রিমিয়াম সেগমেন্টে আসে। এর মধ্যে ভারতে পিক্সেল ৮-এর দাম শুরু হচ্ছে ৭৫,৯৯৯ টাকা, যেখানে গুগল পিক্সেল ৮ প্রো নূন্যতম ১,০৬,৯৯৯ টাকায় কেনা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন