সস্তায় আসছে Google-এর মিড-রেঞ্জ ফোন, লঞ্চের আগেই ডিজাইন-ছবি ফাঁস হয়ে গেল
আগামী মে মাসে গুগল তাদের বার্ষিক গুগল আই/ও (Google I/O) ইভেন্টে লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন, Google Pixel 8a-এর ওপর...আগামী মে মাসে গুগল তাদের বার্ষিক গুগল আই/ও (Google I/O) ইভেন্টে লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন, Google Pixel 8a-এর ওপর থেকে পর্দা সরাবে বলে জানা গেছে। এই ফোনটি সম্ভবত আনুষ্ঠানিক ঘোষণার পরেই কেনার জন্য উপলব্ধ হবে। সম্প্রতি Pixel 8a-এর কয়েকটি ছবি সূত্রের মাধ্যমে সামনে এসেছে। এখন লঞ্চের আগে, ফের একটি রিপোর্টে হ্যান্ডসেটটির চারটি আকর্ষনীয় কালার অপশন প্রকাশ করা হয়েছে।
ফাঁস হল Google Pixel 8a-এর রঙের বিকল্প
অ্যান্ড্রয়েড হেডলাইনস-এর রিপোর্টে দাবি করা হয়েছে যে, গুগল পিক্সেল 8এ ওবসিডিয়ান, মিন্ট, পোর্সেলিন এবং বে - এই চারটি কালারে পাওয়া যাবে। মিন্ট অপশনটি উজ্জ্বল সবুজের আস্বাদ দেয়, অন্যদিকে ওবসিডিয়ান এবং পোর্সেলিন যথাক্রমে কালো এবং সাদা/অফ-হোয়াইট শেডের অনুরূপ।
বে কালারটি একটি ব্লু শেডের মতো এবং এটিকে কোম্পানির পোস্ট করা গুগল ফাই (Google Fi)-এর বিজ্ঞাপনে দেখা গেছে। মিন্ট এবং বে কালার দুটিতে প্যাস্টেলের মতো অনুভূতি রয়েছে এবং যারা 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট' স্মার্টফোন শেল থেকে বেরিয়ে আসতে চান তাদের জন্য এগুলি একটি ভাল বিকল্প হবে।
ডিজাইন অনুযায়ী, Pixel 8a তার পূর্বসূরি, Pixel 8-এর মতোই দেখতে, যার পিছনে ম্যাট-টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল এবং সামনে 6.1 ইঞ্চির ফুলএইচডি+ 90 হার্টজের ডিসপ্লে রয়েছে। ফোনটিতে Google Pixel 8-এর মতো Tensor G3 প্রসেসর এবং 4,500 এমএএইচ ব্যাটারি থাকবে। এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর সমন্বিত ক্যামেরা সেটআপটিও অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে।