Google-এর নতুন স্মার্টফোনকে দেখা গেল FCC সাইটে, লঞ্চ হতে পারে খুব শীঘ্রই

গুগল গত বছর অক্টোবর মাসে বাজারে তাদের ফ্ল্যাগশিপ Pixel 8 সিরিজের লঞ্চ করেছিল। এই লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে – স্ট্যান্ডার্ড Pixel 8 এবং Pixel…

গুগল গত বছর অক্টোবর মাসে বাজারে তাদের ফ্ল্যাগশিপ Pixel 8 সিরিজের লঞ্চ করেছিল। এই লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে – স্ট্যান্ডার্ড Pixel 8 এবং Pixel 8 Pro।মার্কিন সংস্থাটি প্রতি বছর তাদের Pixel সিরিজে a-ব্র্যান্ডিংয়ের সাথে এক সাশ্রয়ী মূল্যের মডেলও যুক্ত করে থাকে, যা প্রিমিয়াম মডেল লঞ্চের কিছু মাস পর বাজারে আসে। তাই ইতিমধ্যেই Google Pixel 8a-কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এটির কিছু লাইভ ছবি এবং আল্ট্রা ওয়াইড ব্যান্ড (UWB) অ্যান্টেনা প্রদর্শন করে কিছু রেন্ডারও সম্প্রতি ফাঁস হয়েছে। আর এখন ফোনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে চারটি মডেল নম্বরের সাথে দেখা গেছে। ডেটাবেসটি থেকে Google Pixel 8a সম্পর্কে কি কি তথ্য উঠে এল, আসুন দেখে নেওয়া যাক।

Google Pixel 8a হাজির হল FCC-এর সাইটে

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের সাইটে G8HHN, GKV4X, G6GPR এবং G576D মডেল নম্বর সহ গুগলের চারটি নতুন মডেল তালিকাভুক্ত হয়েছে। এদিকে, গুগল পিক্সেল 8এ-এর রিটেল বক্সের লাইভ ইমেজ ইতিমধ্যেই ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই প্যাকেজিং বক্সটি “মডেল: G6GPR” দেখায়, যা এফসিসি দ্বারা অনুমোদিত মডেল নম্বরগুলির মধ্যে একটি৷

বাকি তিনটি মডেলের প্রসঙ্গে বললে, গুগল সাধারণত বিভিন্ন অঞ্চলে 5G এমএমওয়েভ অ্যান্টেনার মতো একাধিক হার্ডওয়্যারের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে একটি ফোনের বিভিন্ন মডেল তৈরি করে থাকে। উল্লেখযোগ্যভাবে, এফসিসি ডকুমেন্টে একই ফোনের ভিন্ন সংস্করণ হিসাবে মডেল নম্বরগুলিকে তুলে ধরা হয়েছে। সাশ্রয়ী মূল্যের পিক্সেল ফোনের শেষ দুই প্রজন্মের মডেলগুলি মে মাস নাগাদ উন্মোচন করা হয়েছিল। সুতরাং, আগামী কয়েক মাসের মধ্যেই পিক্সেল 8এ-ও বাজারে পা রাখবে বলে আশা করা যায়।

Google Pixel 8a-তে পূর্বসূরি Pixel 7a-এর অনুরূপ ফর্ম ফ্যাক্টর থাকবে বলে মনে করা হচ্ছে। কেননা আসন্ন ফোনটি পরিমাপ সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা হল 152.0 x 73.0 x 9.0 মিলিমিটার। গত বছরের Google Pixel 7a-এর সাথে তুলনা করলে, এটি মাত্র 0.1 মিলিমিটার চওড়া, তবে বাকি দিকগুলি একই রকম রয়েছে।

এছাড়া, ফাঁস হওয়া রিটেইল বক্সের ছবিতে গুগলের স্বতন্ত্র ক্যামেরা মডিউল ডিজাইন দেখতে পাওয়া গেছে, যা Google Pixel 7a-এর তুলনায় একটু বেশি গোলাকার কোণ সহ সামান্য চওড়া বলে মনে হচ্ছে। Pixel 8a কোম্পানির লেটেস্ট Tensor G3 চিপের একটি আন্ডারক্লকড সংস্করণের সাথে আসবে, যা গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে 1,218 এবং 3,175 স্কোর লাভ করেছে। ফোনটি আগের মডেলের মতো একই 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.1 ইঞ্চির ডিসপ্লে অফার করবে এবং চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।